CAA লাগু হবেই, কৃষ্ণনগরের সভায় ঘোষণা করতে পারেন মোদী, দাবি জগন্নাথের

শিয়রে লোকসভা ভোট। তার আগে দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । স্বাভাবিক ভাবেই বিজেপি নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ঝড়। আজ আরামবাগের পর, শনিবার নদিয়ার…

CAA লাগু হবেই, কৃষ্ণনগরের সভায় ঘোষণা করতে পারেন মোদী, দাবি জগন্নাথের

শিয়রে লোকসভা ভোট। তার আগে দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । স্বাভাবিক ভাবেই বিজেপি নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ঝড়। আজ আরামবাগের পর, শনিবার নদিয়ার কৃষ্ণনগরে সভা করবেন মোদী। নবদ্বীপ জোনকে কেন্দ্র করে কৃষ্ণনগরে মোদীর এই জনসভা। লোকসভার আগে মোদীর এই বঙ্গ সফর নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করার সঙ্গে ভোটের প্রস্তুতি লড়াইয়ের পালে হওয়া যোগাবে বলেই মত বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের।

বিধানসভা নির্বাচনের পর এই প্রথম বাংলায় পা রাখলেন মোদী। তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রুকবানুর রহমান ব্যাঙ্গাত্মক মন্তব্য, ভোট আসলেই পরিযায়ী পাখির মতো দিল্লির নেতাদের আনাগোনা দেখা যায়। আগের ভোটেও বহুবার এসেছিলেন। বাংলার মানুষ ভাঁওতা বুঝে গেছে। ভোটের আগে প্রধানমন্ত্রী বাংলায় ঘুরতে আসেন বলেই দাবি করেন রুকবানুর।

Advertisements

যদিও তৃণমূলের কথাতে আমল দিতে নারাজ গেরুয়া শিবির। সাংসদ জগন্নাথ সরকারের কথায়, ‘এনআরসি আমরা করবই। রাম মন্দির নিয়েও অনেক কটাক্ষ হয়েছিল, শেষ পর্যন্ত আমরা সফল। CAA লাগু হবেই।’  গত লোকসভা এবং বিধানসভা দুই ভোটেই বিজেপির ইস্যু ছিল এন আর সি। এবারেও আশ্বাস সেই CAA? CAA কে ভিত্তি করেই কী ফের ভোট বৈতরণী পর করতে চাইছে পদ্ম শিবির?