Cricket : কলকাতার মাঠে উঠল ক্রিকেট ম্যাচ গড়াপেটার অভিযোগ

ক্রিকেটের (Cricket) সবচেয়ে বড় অভিশাপ ম্যাচ ফিক্সিং (Match Fixing)। আরও একবার এমন অভিযোগ সামনে এসেছে। এর আগে একাধিকবার ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে। এবার ম্যাচ গড়াপেটার…

Kolkata

ক্রিকেটের (Cricket) সবচেয়ে বড় অভিশাপ ম্যাচ ফিক্সিং (Match Fixing)। আরও একবার এমন অভিযোগ সামনে এসেছে। এর আগে একাধিকবার ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে। এবার ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে ভারতের ঘরোয়া ক্রিকেটে। সোশ্যাল মিডিয়ায় উঠেছে গুরুতর অভিযোগ।

বিষয়টি প্রকাশ্যে এসেছে বাংলার প্রথম শ্রেণির লীগ থেকে। বুধবার টাউন ক্লাব ও মোহামেডান স্পোর্টিংয়ের মধ্যে একটি ম্যাচ চলছিল। টাউনের ক্লাব ম্যাচ জিতলেও ম্যাচের একদিন পরই শুরু হয়েছে তুমুল হট্টগোল। ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে ট্রফি জেতা উইকেটরক্ষক-ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী অভিযোগ করেছেন প্রকাশ্যে। অনূর্ধ্ব ১৯ দলে ভারতীয় দলের হয়ে ওপেন করা শ্রীবৎস গোস্বামী বুধবার একটি ভিডিও পোস্ট করে জানান, ‘ম্যাচ ফিক্সিং হচ্ছে।’

ভিডিওটি পোস্ট করে শ্রীবৎস গোস্বামী লিখেছেন, ‘এটা কলকাতা ক্লাব ক্রিকেটের সুপার ডিভিশনের ম্যাচ। এই ম্যাচে বড় দুই দল যা করছে, তা বিস্ময়কর। এটা যে ম্যাচ ফিক্সিং, তা কেউ আন্দাজ করতে পারবে না। এমন একটি ঘটনা দেখে আমি খুবই লজ্জিত বোধ করছি যে, এই ক্রিকেট আমার হৃদয়ের এত কাছের। আমি আমার দল বাংলার হয়ে খেলতে ভালোবাসি। কিন্তু এই ভিডিওটি দেখে আমার হৃদয় ভেঙে গিয়েছে।’ প্রাক্তন ক্রিকেটার আরও দাবি করেছেন, ‘ক্লাব ক্রিকেটকে বাংলার ক্রিকেটের আত্মা বলা হয়। আমি এই দুই দল এবং সব খেলোয়াড়দের বলতে চাই, দয়া করে এটা নষ্ট করবেন না।’

ভিডিওটি পোস্ট করে শ্রীবৎস গোস্বামী লিখেছেন, ‘ম্যাচ চলাকালীন ইচ্ছাকৃতভাবে আউট হয়েছেন মহামেডান স্পোর্টিংয়ের ব্যাটসম্যানরা।’ খেলোয়াড়ের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, টাউন ক্লাবের বোলার যখন বল করছিলেন, তখন ব্যাটসম্যান সেই বল ব্যাটে লাগানোর কোনও চেষ্টাই করেননি। ফলে বল গিয়ে সোজা লাগে উইকেটে। এ বিষয়ে শ্রীবৎস গোস্বামীর অভিযোগ, ‘খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে আউট হওয়ার জন্য বল ছেড়েছেন।’