বুধবার তুর্কি মহিলা কাপে এস্তোনিয়ার (India vs Estonia Football) কাছে ৪-৩ গোলের লড়াকু জয় তুলে নিয়েছে ভারত। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় ছিল খেলা। বিরতির পর আরও হাড্ডাহাড্ডি হয়ে উঠেছিল ম্যাচ।
চাওবা দেবী তত্ত্বাবধানে থাকা টিম ইন্ডিয়া আজ ইতিহাস তৈরি করেছে। কারণ, ভারতীয় সিনিয়র মহিলা দল এর আগে কখনও অফিসিয়াল আউটিংয়ে উয়েফা কনফেডারেশনের কোনও দলকে পরাজিত করতে পারেনি। এর আগে তিনবার বেলারুশ, ইউক্রেন ও রোমানিয়ার বিপক্ষে খেলেছিল ভারত।
তুরস্কের আলানিয়ার গোল্ড সিটি স্পোর্টস কমপ্লেক্সে খেলা ব্লু টাইগ্রেসরা ১৭ মিনিটে মনীষা কল্যাণের (Manisha Kalyan) গোলে লিড পেয়ে গিয়েছিল। ৩২ মিনিটে লিসেট তাম্মিকের গোলে এস্তোনিয়া সমতা ফেরানোর পর ইন্দুমতি কাথিরেসান (৬২’), পিয়ারি জাক্সা (৭৯’) ও মনীষা (৮১’) গোল করে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন ভারতকে।
ভ্লাদা কুবাসোভা (৮৮’) ও মারি লিস লিলেমের (৯০’) গোলে সমতা ফেরানোর শেষ চেষ্টা করে এস্তোনিয়া। তবে ভারতীয় ডিফেন্স ম্যাচের শেষ মিনিট পর্যন্ত নিজেদের বাঁধন শক্ত রেখেছিল।
Important 3️⃣ points in the bag 🤩
Let’s keep going! 🇮🇳#INDEST ⚔️ #BlueTigresses 🐯 #ShePower 👧 #IndianFootball ⚽ pic.twitter.com/UA1gxIXFsb
— Indian Football Team (@IndianFootball) February 21, 2024
ভারতের পরের ম্যাচ ২৪ ফেব্রুয়ারি হংকংয়ের বিরুদ্ধে। চার দলের রাউন্ড রবিন লীগের অপর দল কসোভো।
ভারত: শ্রেয়া হুদা (গোলরক্ষক); ডালিমা ছিব্বর, শিলকি হেমাম, আশালতা দেবী, সঞ্জু; ইন্দুমতি কাথিরেসান (সঙ্গীতা বাসফোর ৯০+২’), কার্তিকা আঙ্গামুথু (গ্রেস ডাংমেই ৭৪’), অঞ্জু তামাং; সৌম্যা গুগুলথ (সন্ধিয়া রঙ্গনাথন ৮৫’), পিয়ারি জাক্সা, মনীষা কল্যাণ।