ডার্বিতে পয়েন্ট নষ্ট করার পর দ্বিতীয় লেগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল মোহনবাগান (Mohun Bagan)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নিজেদের ঘরের মাঠে তারা খেলতে নেমেছিল হায়দরাবাদ এফসির বিপক্ষে। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নেয় মেরিনার্সরা। দলের হয়ে আজ গোল পান অনিরুদ্ধ থাপা এবং অজি তারকা জেসন কামিন্স।
যা দেখে খুশি আপামর বাগান জনতা। আজকের এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে আসলো সবুজ-মেরুন। যা আগামীতে বাড়তি অক্সিজেন দেবে দলের ফুটবলারদের।
উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই অনবদ্য ছন্দে থেকেছে মোহনবাগান। সুযোগ বুঝে দুর্বল হায়দরাবাদের রক্ষণে বারংবার আক্রমণ শানিয়েছে হাবাসের ছেলেরা। যার সুবাদেই আসে গোল। ম্যাচের ১২ মিনিটের মাথায় অনিরুদ্ধ থাপার পা থেকে আসে প্রথম গোল। যারফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ময়দানের এই প্রধান। তারপর প্রথমার্ধের শেষে অতিরিক্ত সময় গোল করে ব্যবধান বাড়ান জেসান কামিন্স। প্রথমার্ধের শেষে এই ব্যবধানে এগিয়ে থাকে দল। তবে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে উঠে আসতে থাকে হায়দরাবাদ এফসি।
কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। বেশ কয়েকটি জোড়ালো শট আসলেও বিশালের দক্ষ হাতে আটকে যায় সমস্ত কিছু। যার দরুন পরাজিত হয়েই মাঠ ছাড়তে হলো মাখন চোটেদের।