Bertolt Brecht: জার্মানি ছেড়েছিলেন ব্রেখট, আমেরিকাতেও বেশিদিন থাকেননি

সালটা ১৯৩৩। তখন নতুন শক্তিশালী সমৃদ্ধ জার্মানির স্বপ্ন দেখছে সেদেশের মানুষ। শুরু হয়ে গিয়েছে নাৎসিদের উপর অত্যাচার ৷ গোটা জার্মানি জুড়ে চলছে তখন হিটলারের পুজো…

bertolt brecht

সালটা ১৯৩৩। তখন নতুন শক্তিশালী সমৃদ্ধ জার্মানির স্বপ্ন দেখছে সেদেশের মানুষ। শুরু হয়ে গিয়েছে নাৎসিদের উপর অত্যাচার ৷ গোটা জার্মানি জুড়ে চলছে তখন হিটলারের পুজো ৷ সেই সময় হিটলারের বিরোধিতা করবে কে ? কার এমন সাহস আছে ? হাতে গোনা গুটি কয়েক মানুষ ছিলেন তাদের মধ্য অন্যতম হলেন বের্টোল্ট ব্রেখট (Bertolt Brecht)৷ হিটলারের বিরোধিতায় দেশ ছাড়তে হল ৷

দেশ ছাড়ার পর ব্রেশ্‌ট বাকি জীবনটা অনেকটা ভবঘুরের মতোই দেশ থেকে দেশে ঘুরে বেড়িয়েছেন৷ নিজের দেশ বলে তার কিছু ছিল না। যুদ্ধের সময় কেটেছে নির্বাসনে। দেশে দেশদ্রোহী, আর বিদেশে কমিউনিস্ট সন্দেহে বারংবার প্রশ্নের মুখে পড়েছেন। কিছুদিন হলিউডে কাজ করলেও সে জায়গাটি তার পছন্দ হয়নি। পশ্চিমে তিনি নিন্দিত হয়েছিলেন কট্টর মার্ক্সবাদী হিসেবে। সাম্যবাদী সন্দেহে তাঁকে জেরা করা হয়। ১৯৪৯ সালে অবশ্য পূর্ব বার্লিনে ফেরত আসার পরে সেখানেও মূলধারার বাইরের নাটক লেখার কারণে সন্দেহের শিকার হন তিনি৷

বের্টল্ট ব্রেখটের জন্ম ১০ ফেব্রুয়ারি ১৮৯৮ ৷ এই কবি তথা নাট্যকার জার্মানির বায়ার্ন রাজ্যে তাঁর জন্ম হয়৷ ১৯৩০ সালে ব্রেখটের আউফশটিগ উন্ট ফাল ডের শ্টাট মাহাগোনি অপেরাটি মুক্তি পাওয়ার পর চরম নিন্দিত হয়েছিলেন। এরপর ১৯৩১ সালে ডি দ্রাইগ্রোশেন্‌ওপার-এর চলচ্চিত্র সংস্করণ মুক্তি পায়। ১৯৩৩ সালে, রাইখশ্টাগে আগুন লাগার একদিন পর ব্রেখট সপরিবারে জার্মানি ত্যাগ করেন।

দেশ ছেড়ে চলে গিয়ে প্রথমে প্রাগ শহরে ও পরে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। কিছুদিন (১৯৪৫-১৯৪৭) তিনি হলিউডে কাজ করেন। ১৯৪৭ সালে মার্কিন-সোভিয়েত রাশিয়া ঠান্ডা যুদ্ধের জের হিসেবে ব্রেখটকে অন্যান্য অনেক চলচ্চিত্র ব্যক্তিত্বের সঙ্গে মার্ক্সবাদী সাম্যবাদী সন্দেহে জেরা করা হয়। জেরার পরে একই দিনে, ৩০শে অক্টোবর, তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। ১৯৪৯ সালে ব্রেশ্‌ট জুরিখ ছেড়ে পূর্ব বার্লিনে চলে আসেন। এখানে তিনি বার্লিনার অঁসম্বল গঠন করেন। ১৯৫৬ সালের ১৪ই অগস্ট ব্রেখট পূর্ব বার্লিনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।