Malda: একই দিনে মালদায় মমতা-রাহুল, ন্যায় যাত্রায় সামিল সিপিআইএম

মালদা (Malda) সরগরম। বুধবার জেলা সফরে মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির। তিনি প্রশাসনিক সভা করবেন। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মালদায় ‘ন্যায় যাত্রা’ করবেন।…

short-samachar

মালদা (Malda) সরগরম। বুধবার জেলা সফরে মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির। তিনি প্রশাসনিক সভা করবেন। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মালদায় ‘ন্যায় যাত্রা’ করবেন। উত্তরবঙ্গ সরগরম। রাহল গান্ধী বিহার থেকে ফের পশ্চিমবঙ্গ সফরে। মালদা জেলা কংগ্রেস সূত্রে খবর হরিশ্চন্দ্রপুরের মাহারাপাড়ায় রাহুল গান্ধীকে সংবর্ধনা জানানো হবে।

   

জেলা কংগ্রেস জানাচ্ছে রাহুল গান্ধী ন্যায় যাত্রা নিয়ে তেলজান্না, খিদিরপুর, ফতেপুর, হযে ভালুকায় পৌঁছবেন রাহুল। রতুয়া, শাহারাল মোড়, পরাণপুর, আড়াইভাসা, পুখুরিয়া রোড়, মানিব্বাঘাট, শোভানগর, মিলকি, অমৃতি হয়ে শহরের বথবাড়ি ফ্লাইওভার, পোস্ট অফিস মোড়, গৌড় রোড মোড়, সুজাপুর হাতিমারি মাঠে গিয়ে শেষ হবে এবং রাত্রি যাপন হবে। পরদিন সকালে সুজাপুর পার্টি অফিস থেকে যাত্রা শুরু করে কালিয়াচক, বৈষ্ণব নগর হয়ে ন্যায় যাত্রা ফারাক্কায় ঢুকবে। এই যাত্রায় মালদা জেলা সিপিআইএমের নেতৃত্ব উপস্থিত থাকবেন।

আজই মমতার মালদা সফর। তিনি আগেই জানান, রাজ্যে কংগ্রেসের সাথে জোট হবে না। ফলে মালদার মতো কংগ্রেস ঘাঁটি ঘিরে রাজনৈতিক হাওয়া গরম। মুখ্যমন্ত্রীর সফরের জন্য। মালদা জেলা প্রশাসন শয়ে শয়ে গাড়ি তুলে নিয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন।

রাহুল গান্ধীর ন্যায় যাত্রা সফর ঘিরে বিজেপি শাসিত অসমে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ন্যায় যাত্রায় হিংসা ছড়ানোর অভিযোগ এনে রাহুল গান্ধীর বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দেয়। অসম থেকে পশ্চিমবঙ্গে ঢোকার আগেই এ রাজ্যের তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান রাহুল গান্ধীর সফরের জন্য কোনও অনুমতি নেয়নি কংগ্রেস। আর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যের মতো আচরণ করছেন মমতা।