Kalinga Super Cup Final: আজ ফাইনাল। ওড়িশায় ঘরের মাঠে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে ওড়িশা এফসি। চলতি মরসুমে এটি ইস্টবেঙ্গলের দ্বিতীয় ফাইনাল। অল্পের জন্য হাতছাড়া হয়েছিল ডুরান্ড কাপ। সুপার কাপ ফাইনালে একই ভুল দ্বিতীয়বার করতে নারাজ ইস্টবেঙ্গল। ওড়িশার এফসির চ্যালেঞ্জ, সুপার কাপ রাখতে হবে নিজ রাজ্যেই। দুই দলের কাছেই আজকের সুপার কাপ ফাইনাল একটি কঠিন পরীক্ষা।
আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হবে কলিঙ্গ সুপার কাপের ম্যাচ। তার আগে ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত বলেছেন, “ডুরান্ড কাপে প্রথম ফাইনালে জিততে পারিনি। তাই এই ফাইনালে জেতার জন্য নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব। আমরা খুব ভাল জায়গায় আছি। অনেক দিন ধরেই ভাল ফলের জন্য লড়ছি আমরা।”
লাল হলুদ কোচের কথায়, “একটা দলকে তো হারতেই হবে। দুর্ভাগ্যবশত, এই ম্যাচে যে কোনও এক পক্ষের ছন্দপতন হবেই। আমাদের কাছে খুব কঠিন ম্যাচ এটা। কিন্তু আমরা সব সময়ই চাই জিততে। প্রতি ম্যাচেই গোল পাচ্ছি আমরা। এই ম্যাচেও পেতে হবে।”
𝐓𝐎𝐃𝐀𝐘'𝐒 𝐓𝐇𝐄 𝐃𝐀𝐘! 🏆
Watch the Final of #KalingaSuperCup 2024 LIVE only on @JioCinema! 📺 #EBFCOFC #EastBengalFC #OdishaFC #IndianFootball | @IndianFootball @ILeague_aiff @eastbengal_fc @OdishaFC pic.twitter.com/q8oIoc41y5
— Indian Super League (@IndSuperLeague) January 28, 2024
ঘরের মাঠে ওড়িশা এফসি কোচেরও নাছোড় মনোভাব। সের্জিও লোবেরা বলেছেন, “এএফসি কাপে আমরা মোহনবাগান এসজি, বসুন্ধরা কিংসের মতো ভাল ভাল দলকে হারিয়েছি। এই টুর্নামেন্টে আমরা এফসি গোয়া, মুম্বই সিটি এফসি-র মতো ভাল মানের দলকে হারিয়েছি। ফাইনাল নিয়েও আমি আত্মবিশ্বাসী। কারণ, আমি আমার দলের ছেলেদের ওপর দুশো শতাংশ ভরসা করি। ওরা দেখিয়ে দিয়েছে যে বড় বড় ম্যাচ খেলার জন্য ওরা প্রস্তুত। কালকের ম্যাচটাও সে রকমই… ম্যাচটা কঠিন হতে চলেছে। তবে আমরা তৈরি আছি।”