Beauty Tips: ত্বকের জেল্লা ফেরাতে আজই ব্যবহার করুন ডার্ক চকলেট!

Beauty Tips: নিত্যদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়া যেন বিলাসিতা হয়ে উঠেছে। সারাদিনের কাজের শেষে এনার্জি শেষ হয়ে যায় নিজের খেয়াল রাখার। যার জন্য মুখের উপর…

Beauty Tips

Beauty Tips: নিত্যদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়া যেন বিলাসিতা হয়ে উঠেছে। সারাদিনের কাজের শেষে এনার্জি শেষ হয়ে যায় নিজের খেয়াল রাখার। যার জন্য মুখের উপর নানা কালচে ভাব, ডার্ক সার্কেল এবং ব্রণ অহরহ দেখা যায়। আর পার্লারে যাওয়া মানেই ইনকাম এর প্রায় পুরোটাই খরচ হয়ে যাওয়া। সেক্ষেত্রে চিন্তায় পড়তে হয়। কিন্তু সেক্ষেত্রে নিদারুণ ভূমিকা পালন করে চকলেট। কীভাবে? সবটাই জেনে নিন আজকের প্রতিবেদনে।

চকলেট বাচ্চাদের কাছে বলা যায় অমৃতের সমান। নাম শুনলেই যেন জিভে জল চলে আসে (Beauty Tips)। বাচ্চাদের আবার দাঁতে পোকা বা ক্যাভিটি হওয়ার ভয়ে কম চকলেট খেতে বলা হয়। কিন্তু জানেন কি, এই চকলেটই মুখমণ্ডলের জেল্লা নিমেষেই ফিরিয়ে আনে।

Advertisements
   

এক নজরে চকলেটের গুণাবলী

  • এর মধ্যে ফাইটোকেমিক্যালের মতো পলিফেনল রয়েছে, যার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট এর বৈশিষ্ট্য থাকে। ত্বকের কোমলভাব বজায় রাখতে দারুণ সাহায্য করে।
  • ভরপুর চকলেট ত্বকের বয়সের দাগ ছোপ দূর করে, ত্বককে উজ্জ্বল করে তোলে।
  • ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখে এই চকলেট (Beauty Tips)। পাশাপাশি ট্যান ভাব থেকে রক্ষা করে এবং সেই সঙ্গে ত্বক আরও টান টান করে।
  • ত্বকের ব্রণ ভাব দূর করতে চকলেটের জুরিমেলা ভার।

কয়েকটি বিশেষ চকলেট মাস্ক

  • দুধ ও ডার্ক কোকোর সঙ্গে যে কোনও ক্লিনজার ভাল করে মেশালেই তৈরি হবে চকোলেট ক্লিনজার। এই ক্লিনজার ব্যবহার করা যে কোনও ত্বকের জন্য খুবই উপকারী।
  • স্ক্রাব হিসেবে চকোলেট ব্যবহার করলেও উপকার পাওয়া যায়। তার জন্য স্ট্রবেরি চূর্ণের সঙ্গে কোকো বিনস পাউডার মিশিয়ে তৈরি করুন স্ক্রাব (Beauty Tips)।
  • আবার মুলতানি মাটির সঙ্গে চকোলেট পাউডার মেশালে ভাল প্যাক তৈরি হয়। খরচও বেশি নয় তার জন্য।