RO Filters: RO ফিল্টার ব্যবহার করেন! নিজের অজান্তেই ক্ষতি করছেন পরিবেশের

কথায় আছে জলের আরেক নাম জীবন, ঠিক এই প্রবাদ বাক্যের মতোই জল আমাদের জীবনে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের যে কোন কাজে জলের প্রয়োজন পড়ে থাকে।

Young Indian woman pouring water through an RO filter

কথায় আছে জলের আরেক নাম জীবন, ঠিক এই প্রবাদ বাক্যের মতোই জল আমাদের জীবনে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের যে কোন কাজে জলের প্রয়োজন পড়ে থাকে। সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়া থেকে শুরু করে রান্না এমন কি স্নানের কাজ আর সবথেকে বিশেষ করে যেটি প্রয়োজন সেটি হলো পানীয় হিসেবে জলের ব্যবহার।

বর্তমানে গ্রীষ্মের সময় জলের ব্যবহার আরও বেড়ে যায়। তবে বর্তমানে বেশিরভাগ বাড়ি গিয়ে দেখা যায়, জলের ফিল্টার যার মাধ্যমে আরও পদ্ধতিতে অর্থাৎ রিভার্স অসমোসিস (RO) পদ্ধতিকে কাজে লাগিয়ে জলকে পরিশ্রুত করা হয়। বর্তমানে এই ধরনের জলের মেশিনে চাহিদা তুঙ্গে কারণ বেশিরভাগ জায়গাতেই দূষণের সাথে পাল্লা দিয়ে বেড়েছে জল বাহিত রোগের সমস্যা। কিন্তু সম্প্রতি গবেষণা বলছে অন্য কথা, গবেষণায় জানা গিয়েছে আমাদের দেশে যে সমস্ত জল পানীয় হিসেবে ব্যবহার করা হয় তাকে পরিশ্রুত করার প্রয়োজন পড়ে না।

শুধু তাই নয়, গবেষকরা আরো জানাচ্ছেন প্রতি দশ লিটার জলকে মেশিনের মাধ্যমে পরিশ্রুত করলে তার থেকে মাত্র তিন লিটার জল পাওয়া যায়। ঠিক একই সাথে বাকি ৭ লিটার জল নষ্ট হয়। এবং তার মধ্যে বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় ধাতু এবং রাসায়নিক মিশে যায় যা, প্রকৃতির পক্ষে খুবই ক্ষতিকর ।

মূলত জলের মধ্যে থাকি বিভিন্ন ধরনের ধাতু এবং আয়রন তার সাথে থাকে উপকারী বিভিন্ন ব্যাকটেরিয়া যা মেশিনের মাধ্যমে পরিশ্রুত হওয়ার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়। তাই আরও পদ্ধতিতে জলের ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।