বিরতি শেষে চলতি মাসে ফের শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লীগ (ISL)। শুরু হওয়ার দিন কয়েক পরেই কলকাতা ডার্বি। বৃহস্পতিবার ডার্বির দিনক্ষণ ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান সুপার লীগ আয়োজকদের পক্ষ থেকে। তারপরেই বড় ঘোষণা মোহন বাগান সুপার জায়ান্টের।
আসন্ন কলকাতা ডার্বির আয়োজক মোহন বাগান সুপার জায়ান্ট। টিকিট বিতরণের দায়িত্বেও তারা। টিকিট বিতরণের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ঘোষণা করেছে বাগান। ইতিমধ্যে অনলাইন মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। টিকিট পাওয়া যাবে Book My Show থেকে। পোস্টের সঙ্গে একটি QR কোড দেওয়া হয়েছে বাগানের পোস্টে।
📣📣📣 KOLKATA DERBY TICKETS ARE LIVE 📣📣📣
The update you have all been waiting for! We are back in ISL action with a match-up against neighbours East Bengal FC! See you at VYBK on February 3rd! 💚♥️💪
Scan the QR code or head to https://t.co/GTMCLf1gdK to book your tickets… pic.twitter.com/7rHw4nNDsq
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 25, 2024
বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪ থেকে ফের শুরু হবে এবারের ইন্ডিয়ান সুপার লীগ। জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে মধ্যে ম্যাচ দিয়ে ফের শুরু হবে টুর্নামেন্ট। জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হবে এই ম্যাচ। ডার্বি নিয়েও এদিন বড় ঘোষণা করা হয়েছে।
আইএসএল ২০২৩-২৪ এর বহু প্রতীক্ষিত প্রথম কলকাতা ডার্বি আগামী ৩ ফেব্রুয়ারি নির্ধারিত রয়েছে। এই দিন মোহন বাগান সুপার জায়ান্ট সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকবে। ইতিমধ্যে একাধিকবার মুখোমুখি হয়েছে এই দুই দল। ইস্টবেঙ্গল দুবার হারিয়েছে মোহন বাগান সুপার জায়ান্টকে।
Swagat Nahi Karoge Hamara❗️
IT'S SHOWTIME AGAIN, #ISL IS BACK ON 31st JANUARY! 👊
Read More 👉 https://t.co/3HiYcYCLEK
Full Fixtures 👉 https://t.co/wS8Ia8sjLe#ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/wvT72Y9lfq
— Indian Super League (@IndSuperLeague) January 25, 2024
প্রতিযোগিতার এই পর্বের বেশিরভাগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে। কিছু ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টা থেকে। আইএসএলের ম্যাচগুলি স্পোর্টস ১৮ নেটওয়ার্ক, ভিএইচ১ নেটওয়ার্ক, ডিডি বাংলা, সূর্য মুভিজ এবং নিউজ ১৮ কেরালায় ইংরেজি, হিন্দি, মালায়ালাম এবং বাংলা ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও, ওয়ানফুটবলের সাথে এফএসডিএলের অংশীদারিত্বের অংশ হিসাবে, আইএসএল লাইভ স্ট্রিম এবং আসন্ন ২০২৩-২৪ মরসুমের সমস্ত ম্যাচের হাইলাইটগুলি ১৯০ টিরও বেশি দেশে সরবরাহ করা হবে।