২০২৪ সাল ভারতীয় হকির (Hockey) জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ বছর অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া। ২০২০ অলিম্পিকে ভারত ব্রোঞ্জ পদক জিতেছিল। টিম ইন্ডিয়া এই বছর আরও ভাল ফল করতে চাইবে। এমন পরিস্থিতিতে চার দেশের মধ্যে খেলা টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারতীয় দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে টিম ইন্ডিয়া।
নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে দাপটের সঙ্গে জিতেছে টিম ইন্ডিয়া। অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের জোড়া গোলে ফ্রান্সকে ৪-০ গোলে হারিয়ে অভিযান শুরু করল ভারতীয় হকি দল। এই ম্যাচে ভারতীয় ডিফেন্স দুর্দান্ত পারফর্ম করেছে। ফরাসি দল ভারতের গোল পোস্টে অভিজ্ঞ পিআর শ্রীজেশ এবং কৃষ্ণ বাহাদুর পাঠককে ডজ করতে ব্যর্থ হয়েছে বারংবার।
ভারতের হয়ে দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত (১৩ মিনিট, ২৬ মিনিট), ললিত উপাধ্যায় (৪২ মিনিট) ও সহ-অধিনায়ক হার্দিক সিং (৪৯ মিনিট)। ম্যাচের ১৩ মিনিটে ফরাসি গোলরক্ষককে জোরালো ড্র্যাগ ফ্লিক করে ভারতের খাতা খোলেন ভারত অধিনায়ক। দ্বিতীয় কোয়ার্টারে আরেকটি পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
বিরতির পর ম্যাচে ভারতীয় দলের আধিপত্য অব্যাহত থাকে। পেনাল্টি কর্নারে বৈচিত্র্য কাজে লাগিয়ে ভারতকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ললিত। ম্যাচের শেষ কোয়ার্টারে হার্দিকের ফিল্ড গোল ভারতকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেয়। এর আগেই অবশ্য ম্যাচটি ফ্রান্সের নাগালের বাইরে চলে গিয়েছিল।
Indian Men's Team kicked off the SA Tour with a BANG!
A 4 – 0 win against France in the first friendly match of the tour.
Full-time:
India 🇮🇳 4 – France 🇫🇷 0
Goal Scorers:
13' 26' Harmanpreet Singh
42' Lalit Upadhyay
49' Hardik Singh #IndiaKaGame #HockeyIndia #SATour… pic.twitter.com/yQ1POvb5RY— Hockey India (@TheHockeyIndia) January 22, 2024
ভারত ও ফ্রান্স ছাড়াও আয়োজক দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস অংশ নিচ্ছে সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে। টিম ইন্ডিয়ার পরের ম্যাচ ২৪ জানুয়ারি ফ্রান্সের বিরুদ্ধে। ২৬ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত।