East Bengal: হোটেল সমস্যায় ইস্টবেঙ্গল? সত্যিটা জানুন

সুপার কাপে মোহন বাগান সুপার জায়ান্টকে হারিয়ে বাড়তি আত্মবিশ্বাস পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। বড় ম্যাচ জিতে পরের পর্বে গিয়েছে দল। তারপরেই শোনা গিয়েছিল উদ্বেগজনক খবর।…

East Bengal Set for Kuldakanta Shield

সুপার কাপে মোহন বাগান সুপার জায়ান্টকে হারিয়ে বাড়তি আত্মবিশ্বাস পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। বড় ম্যাচ জিতে পরের পর্বে গিয়েছে দল। তারপরেই শোনা গিয়েছিল উদ্বেগজনক খবর। ইস্টবেঙ্গল নাকি হোটেল সমস্যায় ভুগছে। সম্প্রতি এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এই খবর কতটা পক্ত সে ব্যাপারে রয়েছে জল্পনা। দ্বিমত রয়েছে এ ব্যাপারে।

Advertisements

আগে প্রকাশিত খবর অনুযায়ী, ভুবনেশ্বরে হোটেল সমস্যার মুখে পড়েছে লাল হলুদ ব্রিগেড। যে হোটেলে ফুটবলারদের থাকার কথা সেখানে নাকি সব ঘর ইতিমধ্যে ভাড়া নিয়েছে অন্য কোনো পক্ষ। বিয়ে বাড়ির কারণে ইস্টবেঙ্গল ফুটবলারদের জন্য হোটেল কর্তৃপক্ষ ঘর দিতে পারেনি বলে দাবি করা হয়েছিল।

   

এই খবরের সত্যতা যাচাই করার জন্য সক্রিয় হয়ে উঠেছিল কলকাতা ময়দানের একাংশ। অন্য এক সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব সূত্রের দাবি। সেখানে বলা হয়েছে, ইস্টবেঙ্গলের ক্লাব বিভ্রাটের দাবি সত্যি নয়। ফলত এই খবর নিয়ে দ্বিমত রয়েছে ফুটবল মহলে। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গোটা দল ঠিকই রয়েছে।

Advertisements

ঘটনা যাইহোক না কেন সুপার কাপের গ্রুপ পর্যায়ে ধারাবাহিক জয় পেয়েছে ইস্টবেঙ্গল। চার দলের গ্রুপে সব ম্যাচে জিতেছে ক্লাব। বড় ম্যাচ জেতার পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাল হলুদ ফুটবলার সহ ক্লাব সমর্থকরা। এবার পাখির চোখ কলিঙ্গ সুপার কাপ।