Mohun Bagan: বর্তমানে পানামার ক্লাবে সবুজ-মেরুনের এই দাপুটে ফুটবলার

বিগত কয়েক মরশুম ধরে ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সফল মোহনবাগান (Mohun Bagan)। পূর্বে আই লিগ জয় থেকে শুরু করে মার্জার পরবর্তী সময় এটিকে সংযুক্তি কারণে…

Joseba Beitia

বিগত কয়েক মরশুম ধরে ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সফল মোহনবাগান (Mohun Bagan)। পূর্বে আই লিগ জয় থেকে শুরু করে মার্জার পরবর্তী সময় এটিকে সংযুক্তি কারণে হিরো আইএসএল জয়। বলতে গেলে গত কয়েক বছরে যথেষ্ট দাপট দেখিয়ে আসছে সবুজ-মেরুন ব্রিগেড। তারা টেক্কা দিয়েছে একের পর এক শক্তিশালী ফুটবল দলকে।

পড়শী ক্লাব ইস্টবেঙ্গল থেকে শুরু করে শক্তিশালী বেঙ্গালুরু এফসি হোক কিংবা অন্য কোন ফুটবল দল সব ক্ষেত্রেই দাপট দেখিয়েছে ময়দানের এই প্রধান। যার দরুন অনায়াসেই খেতাব এসেছে তাদের ঘরে। আই লিগ থেকে শুরু করে আইএসএল এক্ষেত্রে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের দাপট ও দেখেছে কলকাতা ময়দান।

স্প্যানিশ তারকা জোসেবা বেইতিয়া (Joseba Beitia) থেকে শুরু করে ফ্রান্ড গঞ্জালেস হোক কিংবা পরবর্তীতে আইএসএলে রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস। সবুজ-মেরুন জার্সির বহু ইতিহাসের সাক্ষী থেকেছে ময়দানের ফুটবলপ্রেমী মানুষেরা। উল্লেখ্য, এই সমস্ত দাপুটে ফুটবলারদের হাত ধরেই সময়ের সাথে সাথে কেতাবে ভরে উঠেছে গঙ্গা পাড়ের এই ফুটবল ক্লাব। বিশেষ করে আইএসএল পূর্ববর্তী সময়ে স্প্যানিশ কোচ কিবু ভিকুনার হাত ধরে শেষবারের মতো আই লিগ জিতেছিল মোহনবাগান দল।‌

এক্ষেত্রে যথেষ্ট সক্রিয় ভূমিকা ছিল স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইতিয়ার। তার দুরন্ত পারফরমেন্সের দরুন একের পর এক ডার্বি ম্যাচে পরাজিত হতে হয়েছিল ইস্টবেঙ্গল দলকে। তবে মোহনবাগানের আইএসএলে অংশগ্রহণ করার পর আর তাকে রাখা হয়নি এই ফুটবল ক্লাবে। পরবর্তীতে তিনি যোগদান করেন আই লিগের শক্তিশালী দল সুদেবা দিল্লি এফসিতে।

তবে দলবদল করলেও আপামর সবুজ-মেরুন জনতার মনের মনিকোঠায় সর্বদাই থেকে যাবেন এই স্প্যানিশ মিডো। তবে এবার ভারতের পালা সাঙ্গ করে বিদেশে গিয়েছেন। বর্তমানে কোথায় খেলছেন মোহনবাগানের এই প্রাক্তনী? জানা গিয়েছে, বর্তমানে পানামার অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব উম্মিসেট এফসিতে যোগদান করেছেন। এবার থেকে পানামার এই প্রথম ডিভিশনের ফুটবল ক্লাবের জার্সিতেই ফুল ফোটাবেন মেরিনার্সদের এই পছন্দের ফুটবলার।