Koushik Ganguly: আজ ১৬ জানুয়ারি কৌশিক চূর্ণীর বিবাহ বার্ষিকী। ৩১ বছর কেটে গিয়েছে। হাতে হাত রেখে এগিয়ে চলেছেন দুজনে। সেই পুরনো স্মৃতিই আরও একবার রোমন্থন করে গাঙ্গুলি একটা সুদীর্ঘ পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
বিয়ের দিনের কথা স্মরণ করে এদিন কৌশিক লিখলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শুরু হওয়া এই বিয়ের কোর্সটা আজীবনের। এখানে পড়ানো হয় বন্ধুত্ব, সমবেদনা, সততা, নম্রতা, সহনশীলতা, আবেগ, ক্ষমা , আদরের মতো আরও অনেক অনেক বিষয়! অদ্ভুত এক বই, যার কোনও আকার নেই। একটা পাতা থেকে যেন শয়ে শয়ে পাতা খুলে খুলে বের হয়ে আসছে। শুরুতে ৫ বছর ধরে চলেছিল অ্যাডমিশন টেস্ট তার পর বহু প্রচেষ্টা এবং পরিশ্রমের পর আমরা ১৯৯৩ সালে জয়েন করেছিলাম এই ১৬ই জানুয়ারিতে। সন্ধ্যাবেলায় থিয়েটার রোডে চূর্ণীর বাড়িতে। বেশ সেজেগুজে গিয়েছিলাম, পৌঁছে দেখি ওর বাড়ির গেটে লেখা ‘চূর্ণীর বিয়ে’! সেই ফুলের গেটটা আমার জীবন একেবারে বদলে দিল! সত্যি বলছি আজ উজানকে নিয়ে যে পৃথিবী ঈশ্বর আমাদের উপহার দিয়েছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ!”
রীতিমত কাব্যিক তাই না! আসলে, দীর্ঘ ৩১ বছর ধরে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যেভাবে সংসার করছেন কৌশিক চূর্ণী। সেটা আজকের প্রজন্মের জন্য কাব্যই বটে। তাই তো শুভেচ্ছা বার্তায় ভাসছেন গাঙ্গুলি দম্পতি। এত শুভ কামনাকারীদেরও ভালোবাসা জানিয়েছেন কৌশিক। লিখেছেন, ‘‘পাশাপাশি আপনাদের ভালোবাসা, আদর, উৎসাহ আমাদের পারিবারকে সমৃদ্ধ করছে প্রতিদিন। তাই আমাদের বিবাহবার্ষিকীতে সবাইকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা, আদর ও প্রণাম’।
View this post on Instagram