Kolkata Police: হোয়াটসঅ্যাপে কাজের প্রস্তাব? লক্ষ লক্ষ টাকা উদ্ধার, সাবধান করল কলকাতা পুলিশ

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে রাজ্যবাসীকে প্রতারণা চক্র থেকে সাবধান থাকতে বলা হলো। সতর্কতা বার্তায় বলা হয়েছে কেউ যদি হোয়াটসঅ্যাপে কাজের প্রস্তাব পান তাহলে সাবধান।…

Kolkata Police: হোয়াটসঅ্যাপে কাজের প্রস্তাব? লক্ষ লক্ষ টাকা উদ্ধার, সাবধান করল কলকাতা পুলিশ

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে রাজ্যবাসীকে প্রতারণা চক্র থেকে সাবধান থাকতে বলা হলো। সতর্কতা বার্তায় বলা হয়েছে কেউ যদি হোয়াটসঅ্যাপে কাজের প্রস্তাব পান তাহলে সাবধান।

Advertisements

কলকাতা পুলিশ জানাচ্ছে, অনেকে আছেন যারা অনলাইনে চাকরির অফার পান। অচেনা নম্বর থেকে আসা মেসেজের উপর কোনওরকম ভরসা না করা, এবং মনে রাখা যে কোনও প্রতিষ্ঠিত সংস্থা হোয়াটসঅ্যাপে চাকরির প্রস্তাব দেয় না।

   

কলকাতা পুলিশ জানাতে, সম্প্রতি সাইবার শাখায় যোগাযোগ করে এক ব্যক্তি জানান, অনলাইন চাকরির প্রস্তাব দিয়ে হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে একটি মেসেজ পান। প্রস্তাব গ্রহণ করলে তাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়। কাজের জন্য তাঁকে দেওয়া হয় ১,৭০০ টাকা। তাকে বলা হয় কিছু ‘প্রিপেইড টাস্ক’ রয়েছে। যেখানে কিছু টাকা দিলে তিনি ফেরত পাবেন অনেক বেশি পরিমান টাকা। টাকা দিতে রাজী হয়ে যান সেই ব্যক্তি এবং বাড়তি টাকা পেয়েও যান।টাকার পরিমান ও অফার বাড়তে থাকে। লোভে পড়ে ওই ব্যক্তির বিনিয়োগের পরিমাণ বেড়ে ক্রমশ দাঁড়ায় ২০ লক্ষ টাকায়। কিন্তু কোনও টাকাই ফেরত পাননি আর।

Advertisements

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে এই তদন্তে উদ্ধার হয়েছে ৯ লক্ষ ৭১ হাজার টাকা। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সাইবার শাখা।