তৃণমূল সমর্থক খুনের মামলায় রক্ষাকবচ না পেতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গ্রেফতার দাবিতে সরগরম কোচবিহার। অবিলম্বে নিশীথকে গ্রেফতার করতে হবে এই দাবি তুলে শুক্রবার দিনহাটা থানা অভিযানের ডাক দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূল-বিজেপি সংঘর্ষ ছড়ানোর আশঙ্কা বাড়ছে।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan guha) বলেন, ‘২০১৮ সালে দিনহাটার গিতালদহে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের খুনের ঘটনায় এক নম্বর আসামী হিসেবে অভিযুক্ত নিশীথ প্রামাণিক। এর মধ্যে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রক্ষাকবচের জন্য আবেদন করেছিলেন। কিন্তু আদালত সেই আবেদন নাকচ করে দিয়ে ওয়ারেন্ট জারি রাখে। কাজেই শুক্রবার নিশীথকে গ্রেফতারের দাবিতে আমরা দিনহাটা থানা অভিযান কর্মসূচি পালন করব।’
উদয়ন গুহ আরও বলেন, ‘পুলিশ যাতে কোনওভাবেই নিশীথকে পালিয়ে যেতে দিতে না পারে তার জন্য আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বিজেপির জেলা সম্পাদক দীপক রায় বলেন, নিজেদের দুর্নীতি থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে তৃণমূলের এই কর্মসূচি একটা অপকৌশল মাত্র। আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ভয় পেয়ে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল চক্রান্ত করে তার বিরুদ্ধে এধরনের অপপ্রচার চালাচ্ছে।
নিশীথ প্রামাণিক বারবার বিতর্কে জড়িয়েছেন। তাঁর বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে সেটি নাকচ হয়। বাম আমলে ২০০৯ সালে দুটি সোনার দোকান চুরির ঘটনায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল আলিপুরদুয়ার থানায়। জামিন পেলেও মামলা চলছিল।
২০১৯ সালের লোকসভা ভোটে কোচবিহার থেকে বিজেপির সাংসদ নির্বাচিত হন নিশীথ। আলিপুরদুয়ারের আদালতের সেই মামলায় হাজিরা না দেওয়ায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। চাপের মুখে হাজিরা দেন তিনি। স্থগিত হয় চুরির মামলায় পরোয়ানা। এবার খুনের মামলায় রক্ষাকবচ না পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক বিপাকে। তবে তিনি ফের আবেদন করবেন বলে জানা গেছে।