Bengaluru FC: ইন্টারকাশির এই বিদেশীকে টানতে চাইছে বেঙ্গালুরু

গত ফুটবল মরশুমে এটিকে মোহনবাগানের কাছে আইএসএল ফাইনালে পরাজিত হতে হয়েছিল বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC)। পরবর্তীতে সুপার কাপের ফাইনালে উঠেছিল সুনীলরা। তবে সেখানেও দেখা দিয়েছিল…

Mario Barco Vilar

গত ফুটবল মরশুমে এটিকে মোহনবাগানের কাছে আইএসএল ফাইনালে পরাজিত হতে হয়েছিল বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC)। পরবর্তীতে সুপার কাপের ফাইনালে উঠেছিল সুনীলরা। তবে সেখানেও দেখা দিয়েছিল হতাশা। শেষ হাসি হেসেছিল ওডিশা। প্রথমবারের মত সুপার কাপ ঘরে তুলেছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব।

তবে মেয়েদের সমস্ত কিছু ভুলে মরশুমের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল বেঙ্গালুরুর। তবে এবারও শুরুটা খুব একটা ভালো থাকলো না। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লগে একেবারে তথৈবচে অবস্থা দেখা দেয় এই ফুটবল দলের। তাই এবার দ্বিতীয় লেগ থেকেই নিজেদের সমস্ত ভুলভ্রান্তির শুধরে নিয়ে শুরু করতে মরিয়া এই দল।

সেক্ষেত্রে নিজেদের বেশ কিছু ফুটবলারদের রিলিজ করে দিয়ে নতুন করে ফুটবলার আনতে চাইছে বেঙ্গালুরু এফসি। এক্ষেত্রে তাদের নজর গিয়ে পড়েছে আই লিগের নয়া টিম ইন্টারকাশির দিকে। আই লীগেরই ফুটবল দল থেকে স্প্যানিশ তারকা মারিও বারকো ভিলারকে আনতে চাইছে আইএসএল জয়ীরা।

এবারের আই লিগ মরশুমে শুরু হওয়ার আগে পিটার হার্টলি থেকে শুরু করে একাধিক দাপুডে ফুটবলারকে দলে টেনেছিল বারাণসীর ফুটবল দল। তাদের মধ্যেই ছিলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। বর্তমানে আই লীগের এই দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হল মারিওর খেলা যথেষ্ট নজর কেড়েছে সকলের। সে কারণেই এবার থেকে দলে টানতে চাইছে বেঙ্গালুরু এফসি।

বর্তমানে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে সুনীল ব্রিগেড। তাদের ঘারের কাছেই নিশ্বাস ফেলছে জামশেদপুর এফসি। যা নিয়ে হতাশ সমর্থকেরা। এই পরিস্থিতি থেকেই এখন ঘুরে দাঁড়াতে মরিয়া গুরপ্রীতরা। সে কারণেই নিজেদের ফাঁক ফোকর গুলো মিটিয়ে নিয়ে দ্বিতীয় লেগ শুরু করতে চাইছে এই ফুটবল দল।