Sweta-Rubel: বিয়ে হয়নি। তাও কীভাবে এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা মা হলেন শ্বেতা-রুবেল। সোশ্যাল মিডিয়ায় ধেয়ে আসছে কটাক্ষ। বরাবরই লাইমলাইটে থাকেন টেলিভিশনের অন্যতম দুই অভিনেতা শ্বেতা ও রুবেল। কমবেশি সবাই বাস্তবে প্রেম করছেন তাঁরা। এরই মাঝে কবে দুজনের বিয়ে হবে। তা নিয়ে চিন্তার যেন শেষ ছিল না অনেকেরই। এরই মাঝে বাচ্চা একটি মেয়ের সঙ্গে রুবেল শ্বেতার আদুরে অঙ্গভঙ্গি দেখে অবাক নেটপাড়া।
এদিন একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন লাভ বার্ডস। সেখান থেকেই শেয়ার করেছেন ছবি। ছবিজুড়ে দেখা গিয়েছে, চারিদিক সাদা বেলুনে সাজানো একটি ঘরে দু’দিকে ঝুলছে ডোরেমনের একগুচ্ছ বেলুন। তারই মাঝে বাচ্চা মেয়েটির হাত ধরে দাঁড়িয়ে অভিনেতা রুবেল দাস এবং অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। আর তাতেই জল্পনা শুরু। নেটিজেনদের প্রশ্ন বলছে, একরত্তি আসলে তাঁদেরই মেয়ে। এতদিন কেন লুকিয়ে রাখা হয়েছিল তাকে। যদিও এ বিষয়ে স্পিকটি নট থেকেছেন রুবেলরা (Sweta-Rubel)।
View this post on Instagram
আসলে, এই বাচ্চাটা হল শ্বেতার দিদির মেয়ে। অর্থাৎ নায়িকার আদুরে বোনঝি। তার জন্মদিন পালনের জন্যই এদিন দিদির বাড়ি গিয়েছিলেন শ্বেতা, রুবেল। আর তখনই আদর ও আবেগ মেখে ছবিটি তুলে পোস্ট করেছেন নায়িকা। ছোট্ট বোনঝিকে যেহেতু খুবই ভালোবাসেন। তাই চোখে মুখে ফুটে উঠেছিল মাতৃত্বের আভা। একটা অন্যরকম আবেগ। আর তা দেখেই নেটিজেনরা মনে করেছেন ওই মেয়ে রুবেল শ্বেতার একমাত্র সন্তান (Sweta-Rubel)।