গোয়া ম্যাচের হতাশা ভুলে এবার ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী হোম ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন (Mohun Bagan) ব্রিগেড। প্রতিপক্ষ হিসেবে রয়েছে এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল দল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। বলতে গেলে এই মুহূর্তে আইএসএলের প্রথমে থাকার যে লড়াই তাতে এফসি গোয়ার মতো দলকে টক্কর দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে ভুকোমানোভিচের কেরালা দল। তাই নিজেদের জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট টেবিল আর নিজেদের ভীত শক্ত করার পরিকল্পনা থাকবে দক্ষিণের এই ফুটবল দলের।
উল্টোদিকে, গত দুই ম্যাচের অনবরত পরাজয় ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই কলকাতা ময়দানের এই প্রধানের। তবে এক্ষেত্রে খুব একটা চাপে থাকতে দেখা যায়নি বাগান কোচ হুয়ান ফেরেন্দোকে। বরং আগামীকাল তিন পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী থেকেছেন তিনি।
তবে চোটের সমস্যা প্রবলভাবে চিন্তার কারন হয়ে গিয়েছে সকলের কাছে। তারপর রয়েছে কার্ডের সমস্যা। উল্লেখ্য, গত ম্যাচে রেফারির কাছে লাল কার্ড দেখার দরুণ আগামী চার ম্যাচ খেলতে পারবেন না সবুজ-মেরুনের অন্যতম দাপুটে ফুটবলার লিস্টন কোলাসো। এছাড়াও চোটের সমস্যা দেখা দিয়েছে মোহনবাগানের একাধিক ফুটবলারদের মধ্যে। যাদের মধ্যে রয়েছেন অজি ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল থেকে শুরু করে গ্লেন মার্টিনস ও মিডফিল্ডার অনিরুদ্ধ থাপার মতো ফুটবলার। তবে দলের বাকি ফুটবলার তথা জেসন কামিন্স থেকে শুরু করে দিমিত্রি পেট্রাতোস কিংবা আশিষ রাইয়ের মতো ফুটবলারদের নিয়েই কেরালা বধ করতে চান বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো।
তার আগে আজকের অনুশীলনে যথেষ্ট চনমনে থাকতে দেখা যায় বাগান ফুটবল দলকে। এক্ষেত্রে গত দুই ম্যাচের যে পরাজয় তার লেশ মাত্র দেখা যায়নি আজকের অনুশীলনে। পাশাপাশি ফুরফুরে মেজাজে দেখা যায় দলের মরোক্কান তারকা হুগো বুমোসকে। পাশাপাশি অনুশীলন করেন গোয়ান তারকা গ্লেন মার্টিনস। তবে লিস্টন কোলাসো আগামী ৪ ম্যাচে না খেলতে পারলেও তিনি ও অনুশীলন করেন বাকি ফুটবলারদের মতোই। এক কথায় বলতে গেলে পুরোনো সমস্ত হতাশা ধুয়ে ফেলে নতুন করে যে ঘুরে দাঁড়াতে মরিয়া বাগান ব্রিগেড। তারই আভাস মিলল আজ।