Subhashree-Raj: রাহার মতো লুকোচুরি খেলবে রাজকন্যা ইয়ালিনিও!

Subhashree-Raj: ইউভানকে জড়িয়ে ধরে বড়দিন উপভোগ করলেন মা শুভশ্রী। এদিন বাবার আদরও পেল ছোট্ট ইউভান। কিন্তু রাজকন্যা ইয়ালিনি কই। বাবা-মায়ের খ্রিসমাস স্পেশ্যাল প্রতিটি সোশ্যাল পোস্টেই…

Subhashree-Raj

Subhashree-Raj: ইউভানকে জড়িয়ে ধরে বড়দিন উপভোগ করলেন মা শুভশ্রী। এদিন বাবার আদরও পেল ছোট্ট ইউভান। কিন্তু রাজকন্যা ইয়ালিনি কই। বাবা-মায়ের খ্রিসমাস স্পেশ্যাল প্রতিটি সোশ্যাল পোস্টেই অধরা হল সে। তবে কি এবার রণবীর আলিয়া কন্যা রাহার মতো টলিউডের লুকোচুরি খেলা হবে শুভশ্রীর রাজকন্যা ইয়ালিনি চক্রবর্তীকে নিয়ে। উঠছে প্রশ্ন।

Advertisements

সদ্য পাটায়া থেকে শহরে ফিরেছেন রাজ-শুভশ্রী। তাই বলে কি আর খ্রিসমাস পার্টি মিস করা যায়। তাই তো এদিন ২৫ ডিসেম্বর হালকা শীতের আমেজে দিনভর ক্রিসমাস উদযাপনে ব্যস্ত ছিলেন রাজরা। পুরোটা ঘরোয়া ভাবেই। সেই সমস্ত ছবিই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এখন। বোনের থেকে 3 বছরের বড় দাদা ইউভানের। তাকে সান্টার দেওয়া স্পেশ্যাল গিফটটা এখন ইয়ালিনিই (Subhashree-Raj)।

   

এদিকে ইয়ালিনির জন্মের পর থেকেই তাকে একঝলক দেখার জন্য নানান ফাঁকফোকর খুঁজে চলেছেন ফ্যানেরা। কিছুতেই কোনো লাভ হয়নি। আড়ালেই রয়ে গিয়েছে ছোট্ট ইয়ালিনি। রাহাকে যেমন ১ বছর পর প্রকাশ্যে আনা হয়েছে। একইভাবে হয়ত ইয়ালিনি বড় হলেও তাকে প্রকাশ্যে আনার পরিকল্পনা করে রেখেছেন শুভশ্রী ও রাজ।

Advertisements

উল্লেখ্য, এদিন মাথায় সবুজ-লাল ডিয়ার ব্যান্ড পরে পুরোপুরি সাদা পোশাকে ধরা দিয়েছেন নায়িকা। রাজও ছিলেন সাদা শার্টে। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, গ্ল্যামারাস নো মেকআপ লুকে এদিন চমক দিয়েছেন শুভ। ওদিকে চোখে বড় একটা লাল চশমা পরে বরাবরের মতোই সুপার কিউট লাগছিল ছোট্ট ইউভান।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)