Animal Movie: কিছু কিছু চরিত্র সবার জন্য নয়। পরিচালকের জীবনে সিনেমাই প্রথম সত্য। নয় কিছু নয়। সে পরিণীতি চোপড়ার মতো অভিনেত্রীর হতাশার কারণ হলেও কিছু করার থাকে না। তাই তো Animal-র সাফল্য খুশি করলেও অতীতের কথা ভেবে অনেকটাই দুঃখ প্রকাশ করলেন, রণবীরের সুপারহিট ছবির পরিচালক সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা।
রণবীর কাপুর এবং রশ্মিকা মান্দান্না অভিনীত ‘Animal Movie’ বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ছবিটির বিশ্বব্যাপী সংগ্রহ এইমুহূর্তে প্রায় 850 কোটি টাকা অতিক্রম করেছে। এর মধ্যে, শুধুমাত্র ভারতেই এই ছবিটির আয় 531 কোটি টাকা। ছবির গল্প থেকে শুরু করে এর প্রধান অভিনেতারা সবাই তাই এইমুহূর্তে লাইমলাইটে। ছবির সাফল্য যতই বাড়ছে, ততই সামনে আসছে নানান অবাক তথ্য। যেমন সম্প্রতি, পরিচালক এই ছবির মুখ্য অভিনেত্রী নির্বাচনের বিষয়ে একটি বড় খোলসা করেছেন। যেখানে পরিণীতি চোপড়ার নাম রয়েছে জড়িয়ে।
এদিন সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানিয়েছেন, ‘অ্যানিম্যাল’-এ রণবীর কাপুরের বিপরীতে তাঁর প্রথম পছন্দ ছিলেন পরিণীতি চোপড়া। শুটিং শুরু হওয়ার দেড় বছর আগে থেকে তিনি এই কাজের জন্য পরিণীতি চোপড়ার সঙ্গে চুক্তিবদ্ধ করেছিলেন। কিন্তু, শুটিং শুরুর আগে পরিচালকের মনে হয়েছিল গীতাঞ্জলি চরিত্রে পরিণীতি মানানসই নন। তাই বাধ্য হয়ে তিনি রাঘব ঘরণীকে সরিয়ে রশ্মিকাকে নিয়ে আসেন। এমনকি কবির সিং ছবির জন্যও পরিণীতিকে চেয়েছিলেন প্ৰথমে। তাও কোনো কারণে কার্যকর হয়নি। এই কারণেই বার বার নায়িকাকে হতাশ করার জন্য তিনি পরিণীতির কাছে ক্ষমা চেয়েছেন।