Gautam Gambhir: X ফ্যাক্টর কে? KKR স্কোয়াড নিয়ে মুখ খুললেন গম্ভীর

দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) অস্ট্রেলিয়ান তারকা ও ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য মিচেল স্টার্ককে দলে নিয়েছে ২৪.৭৫ কোটি টাকায়। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি…

Gautam Gambhir

দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) অস্ট্রেলিয়ান তারকা ও ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য মিচেল স্টার্ককে দলে নিয়েছে ২৪.৭৫ কোটি টাকায়। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে বিক্রি হয়েছেন তিনি। এদিকে দলের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) ফ্র্যাঞ্চাইজিটির সিদ্ধান্তকে ন্যায্যতা দিয়েছেন। শুধু তাই নয়, স্টার্ককে দলের এক্স-ফ্যাক্টর হিসেবেও বর্ণনা করেছেন তিনি।

Advertisements

আরও পড়ুন: Mitchell Starc: ৭ লাখ ৩৬ হাজার ৬০৭ টাকা- কেকেআরের হয়ে স্টার্কের প্রতি ডেলিভারির দাম 

   

কেকেআর-এর মেন্টর গৌতম গম্ভীর মিচেল স্টার্ককে দলে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ার এই পেসার আগামী সিজনে ‘এক্স ফ্যাক্টর’ এবং বোলিং আক্রমণের অগ্রদূত হিসেবে প্রমাণিত হবেন। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের নিলামে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকার স্টার্ককে কিনে নেয় কেকেআর। ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর গম্ভীরও নিলামের সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কমের মধ্যে দেখার মতো দল করেছে CSK, এবারেও হতে পারে IPL ট্রফির দাবিদার 

Advertisements

প্রাক্তন ভারতীয় ওপেনার গম্ভীর বলেন, ‘মিচেল স্টার্ক ‘এক্স ফ্যাক্টর’, এতে কোনও সন্দেহ নেই। একজন খেলোয়াড় যিনি নতুন বল দিয়ে বোলিং করতে পারেন, ডেথ ওভারে বোলিং করতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি বোলিং আক্রমণের নেতৃত্বও দিতে পারেন। সে আমাদের দুই হোম বোলারের জন্যও খুব সহায়ক হবে। কারণ আমাদের উভয় বোলারই খুব প্রতিভাবান এবং মাঠে তাদের সহায়তা করার জন্য যোগ্য কারও প্রয়োজন। মিচেল স্টার্ক এই সব চরিত্রেই মানানসই হবেন।’

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড
ওপেনার: জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃষ্ণ রঘুবংশী।
মিডল অর্ডার: শ্রেয়াস আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং, কেএস ভরত (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, শেরফান রাদারফোর্ড।
অলরাউন্ডার: আন্দ্রে রাসেল, অনুকুল রায়, রমনদীপ সিং
ফাস্ট বোলার: মিচেল স্টার্ক, গাস অ্যাটকিনসন, হর্ষিত রানা, বৈভব অরোরা, চেতন সাকারিয়া, সাকিব হোসেন।
স্পিনার: সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা, মুজিব ইউর রহমান।