আইপিএল ২০২৪ নিলামের (IPL Auction) পর সব দলের ছবিই এখন পরিষ্কার। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াডে ভারতীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছে। নিলামে আবারও সবার নজর ছিল চেন্নাই সুপার কিংসের (CSK) দিকে। নিলাম থেকে মোট ৬ জন খেলোয়াড়কে নিয়েছে চেন্নাই। এর মধ্যে ৩ জন ভারতীয় ও ৩ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন।
সিএসকে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে তাদের সবথেকে দামী খেলোয়াড় হিসেবে দলে নিয়েছে। মিচেলকে সিএসকে ১৪ কোটি টাকা খরচ করে দলে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু এবার নিলাম নিয়ে বড় রহস্য প্রকাশ করলেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথ। আইপিএল ২০২৪-এর নিলাম শেষ হওয়ার পরে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথ বলেছিলেন যে আমরা নিলামে সেই সমস্ত খেলোয়াড় পেয়েছি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যাদের চেয়েছিলেন। আমরা বেশ ভাগ্যবান। আমরা এমন সব খেলোয়াড় পেয়েছি যাদের লক্ষ্য নিয়ে আমরা নিলামে এসেছি। এবার আইপিএল ২০২৪-এ নতুন খেলোয়াড়দের নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে চলেছে চেন্নাই সুপার কিংস।
নিলামের দিন মহেন্দ্র সিং ধোনিও দুবাইয়ে উপস্থিত ছিলেন কিন্তু তিনি নিলামে অনুষ্ঠানে ছিলেন না। নিলামের পর রাতে ঋষভ পন্থের সঙ্গে টেনিস খেলতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অন্যদিকে, নিলামের সময় দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ দিল্লি টেবিলে উপস্থিত ছিলেন।
২০২৪ সালের আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস কিনেছে তিনজন অলরাউন্ডার, দুই জন বোলার ও একজন উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। এবার আইপিএল ২০২৪-এ মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে খেলতে দেখা যাবে এই নতুন খেলোয়াড়দের।
১. ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)- ১৪ কোটি টাকা
২. সমীর রিজভী (ভারত)- ৮.৪ কোটি
৩. শার্দুল ঠাকুর (ভারত)- ৪ কোটি
৪. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ২ কোটি
৫. রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)- ১.৮ কোটি
৬. অবিনাশ রাও (ভারত)- ২০ লাখ