আজ,বুধবার পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে ফের জয়ের ছন্দে ফিরেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা নিয়ে ফের খুশির আবহ রয়েছে দিয়েছিল দলের সমর্থকদের মধ্যে। তবে এবার বড়সড় চ্যালেঞ্জ হুয়ান ফেরেন্দোর ছেলেদের কাছে। আগামী ২০শে ডিসেম্বর অ্যাওয়ে ম্যাচে তাদের খেলতে হবে শক্তিশালী মুম্বই সিটির বিপক্ষে।
যা নিয়ে এখন যথেষ্ট চিন্তায় সকলে। চলতি মরশুমের ডুরান্ড কাপে শেষবারের মতো এই ফুটবল দলের মুখোমুখি হয়েছিল মোহনবাগান দল। জয় ও এসেছিল তাদের। কিন্তু সময় এগোনোর সাথে সাথে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে এই ফুটবল দল। এবারের এএফসি চ্যাম্পিয়নস লীগ খেলেছে তারা। খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও দলের ছেলেদের লড়াইয়ে খুশি হয়েছিল সকলে।
তাই এবারের এই ম্যাচ যে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে তাদের কাছে তা বলার অপেক্ষা রাখে না। তাই সবদিক মাথায় রেখেই আজ একাদশ সাজাতে চাইবেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। সেক্ষেত্রে গতবারের মতো এবার ও প্রভসুখান সিং গীলকে গোলরক্ষক হিসেবে রাখতে পারেন দলের কোচ। এছাড়াও দলের রক্ষনভাগে থাকতে পারেন অধিনায়ক শুভাশিস বসু।
পাশাপাশি থাকতে পারেন হেক্টর ইউৎসে, আশিষ রাই, ও ব্র্যান্ডন হ্যামিল। মাঝমাঠের দায়িত্বে থাকতে পারেন অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে হুগো বুমোস। সেইসাথে থাকতে পারেন দীপক টাংড়ি, লিস্টন কোলাসো ও মনবীর সিং। সেইসাথে দলের ফরোয়ার্ডে ঝড় তোলার জন্য থাকছেন অজি তারকা জেসন কামিন্স।
বলাবাহুল্য, গত ম্যাচে জয় আসলেও দলের পারফরম্যান্স নিয়ে খুশি নয় ম্যানেজমেন্ট। তবে গত ম্যাচ মুম্বই ড্র করলেও এই ম্যাচ থেকে যে তিন পয়েন্ট পেতে চাইবে দল তা বলার অপেক্ষা রাখে না। তাই যথেষ্ট সাবধানী সকলে।
Our Mariners to take on Mumbai City 🔥
Watch ISL 2023-24 LIVE on Sports 18, VH1 & JioCinema!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/GFCcsObLO4
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 20, 2023