EBFC vs MCFC: লীগের সেরা ফুটবলারের জন্য ‘ব্যবস্থা’ করছেন ইস্টবেঙ্গল কোচ

EBFC vs MCFC match: ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাতের (East Bengal coach Carles Cuadrat) মুখে আলাদা করে গ্রেগ স্টুয়ার্টের কথা। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচের আগে…

East Bengal coach Carles Cuadrat

short-samachar

EBFC vs MCFC match: ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাতের (East Bengal coach Carles Cuadrat) মুখে আলাদা করে গ্রেগ স্টুয়ার্টের কথা। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচের আগে স্টুয়ার্টকে দরাজ সার্টিফিকেট দিলেন লাল হলুদ কোচ। সেই সঙ্গে জানিয়ে রাখলেন, প্রতিপক্ষ যে দলই হোক না কেন ইস্টবেঙ্গল মাঠে নামে জেতার জন্য।

   

আরও পড়ুন: Cliford Miranda: জেসনের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন মিরান্ডা  

“আমাদের পক্ষে ম্যাচটা বেশ কঠিন হতে চলেছে। আমার মতে, এই লিগের সেরা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। তাই এই ম্যাচে ওর প্রভাব যাতে বেশি না পড়ে, সে ব্যবস্থা আমাদের করতে হবে”, প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বলেছেন ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত।

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৫-০ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। তার পরের ম্যাচেই গোল শূন্য ড্র, তাও আবার প্রথমবার ইন্ডিয়ান সুপার লীগ খেলতে নামা পাঞ্জাব এফসির বিরুদ্ধে। এ প্রশ্নের কোচের বক্তব্য, “পাঞ্জাবের বিরুদ্ধে আমরা তিন পয়েন্টের জন্যই নেমেছিলাম এবং ভাল, পেশাদার ফুটবল খেলি। কিন্তু প্রতি ম্যাচই ভিন্ন প্রকৃতির হয়। নর্থইস্টের বিরুদ্ধে ২৫ মিনিটের মধ্যে দু’গোল দিয়ে দিয়েছিলাম আমরা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, গত ম্যাচে আমরা একাধিক ভাল সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেগুলো থেকে গোল করতে পারিনি।”

আরও পড়ুন: East Bengal-Mumbai City FC: মশালবাহিনীর রাতের ঘুম কেড়েছেন স্টুয়ার্ট, মান রাখতে পারবেন ক্লেটনরা? 

গত কয়েক মরসুমের তুলনায় এবার ইস্টবেঙ্গল অনেক ভালো খেলছে বলে মনে করেন স্প্যানিশ কোচ। অতীতের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, “টানা দুটো ম্যাচে গোল না খাওয়াটাও বড় ব্যাপার। যা আইএসএলের গত তিন মরশুমে তো হয়ইনি, এমনকী ২০১৯-এর পর থেকে আই লিগেও হয়নি। এর মানেই আমরা উন্নতি করছি। আমাদের পারফরম্যান্সে ক্রমশ ধারাবাহিকতা ফিরে আসছে। এ জন্য সময় লাগে। প্রতি ম্যাচেই আমরা কিছু না কিছু শিখছি।”