ভারতীয় ফুটবলে সমালোচনার অন্যতম বিষয় রেফারিং (RefereeReferee)। প্রায় প্রতি মরসুমে রেফারিং নিয়ে অভিযোগ থাকে। মাঝেমধ্যে বিতর্কের কেন্দ্র থাকেন রেফারি ক্রিস্টাল জন (Crystal John)। এবার ভারতের এই অভিজ্ঞ রেফারির বিরুদ্ধে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন: Mohun Bagan: চোট সারিয়ে পরের ম্যাচেই মাঠে ফিরতে পারেন বাগানের দুই তারকা
ইন্ডিয়ান সুপার লীগে ওড়িশা এফসির বিরুদ্ধে সম্প্রতি খেলেছিল মোহন বাগান সুপার জায়ান্ট। কোনোরকমে এক পয়েন্ট (২-২) নিয়ে মাঠ ছেড়েছিল বাগান। চোট সমস্যা তো ছিলই, তার ওপর রেফারির একাধিক সিদ্ধান্ত অন্যায্য ভাবে বাগানের বিরুদ্ধে নেওয়া হয়েছে বলে অভিযোগ। মোহন বাগান সমর্থকদের অভিযোগ, রেফারির একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে ওড়িশা এফসি সুবিধা পেয়ে গিয়েছিল বারেবারে।
আরও পড়ুন: East Bengal: খাবরাকে নিয়ে বিশেষ বিবৃতি দিল মশালবাহিনী
খেলার শেষ বাঁশি বাজার পরেও বিতর্ক অব্যাহত ছিল। ওড়িশা এফসির তারকা ফুটবলার রয় কৃষ্ণার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্ডো। লাল কার্ড দেখানো হয় কোচকে। ওড়িশার এক ফুটবলারকেও ম্যাচের পর উত্তপ্ত পরিস্থিতির জন্য লাল কার্ড দেখানো হয়। বাগান সমর্থকদের অভিযোগ ছিল, ওড়িশা এফসির ফুটবলাররা ঝুঁকিপূর্ণ ভাবে ফাউল বা ট্যাকেল করলেও রেফারি কোনো ব্যবস্থা নেননি।
আরও পড়ুন: East Bengal: লাল-হলুদ জার্সিতে খেলা হল না বাংলাদেশি ফুটবলারের
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দাবি করা হচ্ছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। নিজেদের তোলা অভিযোগের প্রমাণ হিসেবে বাগানের পক্ষ থেকে ভিডিও ক্লিক পাঠানো হয়েছে বলেও দাবি করা হচ্ছে।
🚨🥇Mohun Bagan management has officially launched a complaint against Referee Crystal John to AIFF.
◾️A video clipping was also sent along with the letter to AIFF
—@SubhajitM24 pic.twitter.com/sZKWP94gKo
— Mohun Bagan Hub (@MohunBaganHub) December 8, 2023