আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। এবারের নিলামে অনেক নতুন খেলোয়াড়কে দেখা যাবে। তবে এই খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ এমনও থাকবেন যাদের উপর হতে পারে টাকার বৃষ্টি। এই তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের উদীয়মান ক্রিকেটার রাচিন রবীন্দ্র। ২০২৩ ওডিআই বিশ্বকাপে দারুণ পারফর্ম করে সবার মন জয় করেছেন রাচিন।
রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)
বিশ্বকাপে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ব্যাট করার পাশাপাশি বল হাতেও ভালো পারফর্ম করেছেন তিনি। আইপিএল দলগুলির নজর থাকবে রবীন্দ্রের দিকে। রবীন্দ্র এখনও পর্যন্ত ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ১৪৫ রান করেছেন এবং ১১ উইকেট নিয়েছেন। রাচিন ২২ ওয়ানডেতে ৭৬৭ রান করেছেন এবং ১৭ উইকেট নিয়েছেন। টেস্ট ম্যাচও খেলেছেন। নিলামে বড় অঙ্কের টাকা চুক্তি পেতে পারেন রাচিন।
ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেড আন্তর্জাতিক ক্রিকেটে একাধিকবার ব্যাট হাতে নিজের ক্ষমতা প্রদর্শন দেখিয়েছেন। ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৫৪ রান করেছেন তিনি। সেই সঙ্গে ৬৪ ওয়ানডেতে ২৩৯৩ রান করেছেন তিনি। ওয়ানডেতে নিয়েছেন ১৮ উইকেট। আইপিএলে ১০টি ম্যাচ খেলেছেন হেড। এবার তাকে দলে নেওয়ার জন্য তৈরি থাকতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
শ্রীলঙ্কার অলরাউন্ডার হাসারাঙ্গা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলোয়াড়। তবে তাকে ছেড়ে দিয়েছে আরসিবি। ফিটনেস সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন হাসারাঙ্গা। আইপিএল পর্যন্ত ফিট থাকলে নিলামে বড় অঙ্কের প্রস্তাব পেতে পারেন তারা। আইপিএলে ২৬টি ম্যাচ খেলেছেন হাসারাঙ্গা। এ সময় তিনি নিয়েছেন ৩৫ উইকেট। ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৩৩ রান করেছেন। সেই সঙ্গে নিয়েছেন ৯১ উইকেট।