গত ৩০ নভেম্বর নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল লাল-হলুদ ও সবুজ-মেরুন (Mohun Bagan) ব্রিগেডের। অনেক আগে থেকেই ডার্বি হওয়ার কথা থাকলে ও তা নিয়ে পরবর্তী সময়ে দেখা দেয় ধোঁয়াশা। একটা সময় শোনা গিয়েছিল, ওই সময় নাকি ম্যাচ খেলতে রাজি নয় মোহনবাগান সুপারজায়ান্টস।
যার অন্যতম কারন হিসেবে দেখানো হয়েছিল আজকের হায়দরাবাদ ম্যাচ। তবে পরবর্তীতে ডার্বি হওয়ার ক্ষীন ইঙ্গিত দেখা গিয়েছিল। সেইমতো মনে করা হচ্ছিল যে গত নভেম্বরের শেষের দিকে হয়ত নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে দেখা যাবে দুই প্রধানকে।তবে পরবর্তীতে অর্থাৎ ম্যাচের আগের দিন থেকে মাঠে নামা নিয়ে বেঁকে বসে সবুজ-মেরুন ব্রিগেড।
আসলে, ময়দানের এই প্রধানের তরফ থেকে ২৫ নভেম্বরের মধ্যে কলকাতা ফুটবল লিগের বাকি ম্যাচ গুলি আয়োজন করে শেষ করার কথা জানানো হয়েছিল। কিন্তু বাকিদের সাথে কথা বলে তা সম্পূর্ণ করা যায়নি। যারফলে, এমন সিদ্ধান্ত নিতে হয় তাদের। তাই টুর্নামেন্টের সূচী সংক্রান্ত বিষয় নিয়ে ও দেখা দিয়েছিল সমস্যা। তবে ম্যাচ যে আর পিছনো সম্ভব নয় সেই ভাবনায় অনড় থাকে আইএফএ। অন্যদিকে, এই ফুটবল সংস্থার দিকে রীতিমতো চাপ সৃষ্টি করে চলেছে ময়দানের এই প্রধান। এই মর্মে গতকাল বিশেষ চিঠি পাঠানো হয় তাদের তরফ থেকে। শেষ পর্যন্ত পরিত্যক্ত থাকে এই ফুটবল ম্যাচ।
গতকাল এই নিয়ে বঙ্গীয় ফুটবল ফেডারেশনকে খোঁচা দেন বাগানের ফুটবল সচিব স্বপন ব্যানার্জী বলেন। তিনি বলেন, কলকাতা ময়দান তথা ভারতীয় ফুটবলে অন্যতম আকর্ষণীয় ম্যাচ হল মোহনবাগান- ইস্টবেঙ্গল ম্যাচ। যা নিয়ে উন্মাদনা চরমে থাকে সকলের। তবে আমাদের তরফ থেকে এই ম্যাচ যুবভারতীতে করার আর্জি করা হয়েছিল। যাতে বহু সংখ্যক সমর্থকদের চাক্ষুষ করার সুযোগ পায়। তবে আইএফএ এমন এক স্টেডিয়ামে এই ম্যাচ করার পরিকল্পনা নিয়েছিল সেখানে একাধিক সমস্যা দেখা দিতে পারত। তবে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হয়। তবে আইএফএর এমন সিদ্ধান্ত আমরা সকলেই হতাশ। আমরা আশা রাখব আগামী দিনে বঙ্গের এই ফুটবল ফেডারেশন নিরপেক্ষ ভাবে কাজ করবে। কোনো বিশেষ দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নয়।