Mohun Bagan: বাগানে বসতে চলেছে অমর একাদশের মূর্তি

চলতি সপ্তাহের শুরু থেকেই কলকাতা লিগের ডার্বি ম্যাচ খেলা নিয়ে সরগরম হয়ে উঠেছিল কলকাতা ময়দান। আসলে ইমামি ইস্টবেঙ্গল দলের তরফ থেকে এই ম্যাচ খেলা নিয়ে…

Amar Ekadash Mohun Bagan

চলতি সপ্তাহের শুরু থেকেই কলকাতা লিগের ডার্বি ম্যাচ খেলা নিয়ে সরগরম হয়ে উঠেছিল কলকাতা ময়দান। আসলে ইমামি ইস্টবেঙ্গল দলের তরফ থেকে এই ম্যাচ খেলা নিয়ে কোনো আপত্তি না থাকলেও বাধ সাথে পড়শি ক্লাব। তাদের তরফ থেকে জানানো হয়েছিল যে আগামী ২রা ডিসেম্বর আইএসএলের ম্যাচে হায়দরাবাদ দলের বিপক্ষে খেলতে হবে তাদের। সেই ম্যাচের প্রেস কনফারেন্স রয়েছে তাদের।

সেজন্য, ম্যাচের দিন বদলের দাবি করা হয়েছিল তাদের তরফ থেকে। কিন্তু তা মানতে নারাজ ছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। আইএফএ সচিব বলেছিলেন, যে আর বদল করা যাবে না ম্যাচের দিন। তার পাল্টা দিয়ে গত ২৯ তারিখ রাতে মোহনবাগান ক্লাবের তরফ থেকে ম্যাচ পরিচালনা করার সমস্ত নথির পাশাপাশি টিকিট চেয়ে পাঠানো হয়। এই জল যে অনেকদূর গড়াবে তার আভাস মিলেছিল অনেক আগেই। তেমন ঘটেছিল গতকাল। ম্যাচের সময় নৈহাটি স্টেডিয়ামে ম্যাচের জন্য লাল-হলুদ ব্রিগেড উপস্থিত থাকলেও দেখা যায়নি বাগান ব্রিগেডকে।

তবুও নিয়ম অনুযায়ী বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ। প্রথমদিকে ওয়াক ওভারের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সরকারিভাবে তেমন কিছু জানানো হয়নি। এসবের মাঝেই এবার সাংবাদিক বৈঠক করে আইএফএ কে নিশানা করলেন বাগান সচিব দেবাশীষ দত্ত। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে আইএফএ নাকি তৈরি ছিল এই ডার্বি ম্যাচের জন্য। তবে এক্ষেত্রে আমি জানতে চাই যে পুরোপুরি তৈরি কাকে বলে? কারন যেই ম্যাচের টিকিট ছাপা হলনা। সেই ম্যাচ কিভাবে সম্পূর্ণ তৈরি বলা যায়? তাছাড়া বাংলার ফুটবলে সবথেকে বড় বিজ্ঞাপন হল কলকাতা ডার্বির ম্যাচ। সেই ম্যাচে একটি খোলা মাঠে হবে তা মানা যায়না। তার পাশাপাশি পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ও তুলতে শুরু করেন বাগান সচিব। যা নিয়ে এখনো গরম ময়দান।

এসবের মাঝেই এবার খুশির খবর বাগান সমর্থকদের জন্য। আজ কিছু ঘন্টা আগে ক্লাবের তরফ থেকে সাংবাদিক বৈঠক করেন মোহনবাগান সচিব ও ক্লাবের ফুটবল সচিব। সেখানে আইএফএ’র সঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি ক্ষোভ ও প্রকাশ করতে দেখা যায় তাদেরকে। সেইসাথে অমর একাদশের প্রসঙ্গে ও বিশেষ আপডেট দেন তিনি। দেবাশীষ দত্ত বলেন, পূর্বে আমাদের ক্লাবে অমর একাদশের স্মৃতি বিজড়িত বেঞ্চ ও ছবি ছাড়া তেমন কিছুই ছিল না। তাই বহুদিন ধরেই তাদের সম্মান জানিয়ে বিশেষ পরিকল্পনা করা হচ্ছিল।

বর্তমানে তা অনেকদূর এগিয়ে গিয়েছে। খুব শীঘ্রই আমরা অমর একাদশের খেলোয়াড়দের সকলের একটি বিশেষ মূর্তি ক্লাবের লনে বসাতে চলেছি। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই হতে পারে শুভ উদ্বোধন। তবে এক্ষেত্রে উদ্বোধকদের নাম প্রকাশ করেননি তিনি। তবে এমন সংবাদ খুশি করতে পারে যেকোনো বাগান সমর্থকদের। তা বলাই চলে। যতদূর খবর, প্রায় ছয় ফুটের আকৃতি পেতে চলেছে এই মূর্তি।