হাতে গোনা কয়েকটা ম্যাচে হয়তো পূর্ণ শক্তির দল পেয়েছেন মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্ডো। মরসুমের শুরু থেকে একের পর এক চোট সমস্যা। দুই ফুটবলার আপাতত একেবারেই মাঠের বাইরে। এছাড়াও চোট সমস্যা লেগেই রয়েছে। এই অবস্থায় বাগানকে ভরসা যোগাচ্ছে ক্লাবের রিজার্ভ দল।
ইন্ডিয়ান সুপার লীগের পাশাপাশি একাধিক প্রতিযোগিতায় এবার দল নামিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। দীর্ঘ মরসুম। ফলত স্কোয়াড গঠনের ব্যাপারে ম্যানেজমেন্টকে বাড়তি কসরত করতেই হয়েছে। কলকাতা ফুটবল লীগ, ডুরান্ড কাপের বেশিরভাগ ম্যাচে জুনিয়র ফুটবলারদের দেখে নিয়েছেন বাগান কোচ। রিজার্ভ দলে থাকা ফুটবলারদের অনেকে এখন যুক্ত হয়েছেন মূল দলের সঙ্গে।
শনিবার ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচে খেলতে নামবে মোহন বাগান সুপার জায়ান্ট। এই ম্যাচের আগেও বাগানে চোট আশঙ্কা রয়ে যাচ্ছে। আশিক কুরুনিয়ন, আনোয়ার আলি চোট পেয়ে মাঠের বাইরে। দীপক টাংরিকে কোচ কবে মাঠে নামবেন সেটাও স্পষ্ট নয়। কিছু দিন আগে চোট পেয়েছিলেন মনভীর সিং। দিমিত্রিয়স পেত্রাতসও চোটের কবলে পড়েছিলেন। সব মিলিয়ে মোহন বাগান সুপার জায়ান্টকে এই মুহূর্তে অনেকেই ‘মিনি হাসপাতাল’ বলতে শুরু করেছেন।
ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি মোহন বাগান সুপার জায়ান্ট। মোমেন্টাম ধরে রেখে ট্রফি জিততে চাইবে দল। এই পরিস্থিতিতে প্রথম একাদশে শূন্য স্থান পূরণ করার জন্য জন্য কোচ ফেরান্ডোর ভরসা ক্লাবের রিজার্ভ দল। জানা গিয়েছে, রিজার্ভ দল থেকে আট ফুটবলারকে মূল দলের সঙ্গে যুক্ত করেছে মোহন বাগান সুপার জায়ান্ট।