Attack on Isreal: ইজরায়েল জানত হামলা করবে হামাস, ফাঁস করেছে নিউইয়র্ক টাইমস

গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস। ওই হামলার পর হামাস নির্মূলে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল(Israel-Hamas war)। এই যুদ্ধে…

Israel knew Hamas-would attack

গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস। ওই হামলার পর হামাস নির্মূলে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল(Israel-Hamas war)। এই যুদ্ধে দুপক্ষের প্রায় ১৬ হাজার মানুষ প্রাণ হারায় । তবে সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের রিপোর্টে শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। তাদের দাবি করেছে, হামাসের হামলার পরিকল্পনার বিস্তারিত তথ্য এক বছর আগেই হাতে পেয়েছিল ইজরায়েল।

নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলি কর্মকর্তারা ৪০ পৃষ্ঠার একটি নথি হাতে পেয়েছিলেন, যার সাংকেতিক নাম দেয়া হয় ‘জেরিকো ওয়াল’। নথিতে যেভাবে বর্ণনা দেওয়া হয়েছিল, বাস্তবে ঠিক সেভাবেই হামলা চালিয়েছে হামাস।এই নথি হাতে পেয়েও তা গুরুত্ব না দিয়ে ইজরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা উল্টো মন্তব্য করেছিলেন, ‘এটি বাস্তবায়ন করা হামাসের পক্ষে প্রায় অসম্ভব।’

রিপোর্ট অনুযায়ী, হামলার নির্দিষ্ট দিন উল্লেখ করা না থাকলেও গাজা উপত্যকার আশেপাশের ইজরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে একযোগে হামলার কথা বলা হয়েছিল।

রয়টার্স-এর খবর অনুযায়ী, ইজরায়েল এবং হামাসের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় নতুন করে সংঘাত শুরুর খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার কিছু আগে এক বিবৃতি জারি করে, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর কথা জানিয়েছে ইজরায়েলে প্রতিরক্ষাবাহিনী। এতে দাবি করা হয়েছে, হামাস ইজরায়েলে ভূখণ্ডে গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

এছাড়া গাজা থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথাও জানিয়েছে ইজরায়েল। আর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে তীব্র বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে হামাস-সংশ্লিষ্ট মিডিয়া।

অপরদিকে, গাজায় ফের আগ্রাসন শুরু হলে ইজরায়েলেও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইজরায়েল যদি গাজায় হামলা শুরুর সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে।