জয়নগরে বাম প্রতিনিধিদের আটকাল পুলিশ, গলা টেপার অভিযোগ

আবারও উত্তেজনা জয়নগরে। ত্রাণ নিয়ে ঢোকার মধ্যে বাধা বাম নেতাদের।সিপিএম নেতা সায়ন ব্যানার্জি সহ মহিলা সংগঠনকে বাধা দেওয়া হয়। খাদ্যত্রাণ নিয়ে গ্রামে ঢোকার মুখে বাধা…

আবারও উত্তেজনা জয়নগরে। ত্রাণ নিয়ে ঢোকার মধ্যে বাধা বাম নেতাদের।সিপিএম নেতা সায়ন ব্যানার্জি সহ মহিলা সংগঠনকে বাধা দেওয়া হয়। খাদ্যত্রাণ নিয়ে গ্রামে ঢোকার মুখে বাধা দেওয়া হয় বলে খবর। খাদ্যত্রাণ নিয়ে ঢোকার চেষ্টা হলে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি হয়। বাধ্য হয়ে সায়ন ব্যানার্জি সহ মহিলা সংগঠন ফিরে গিয়েছে পার্টি অফিসে।

আগে সায়ন ব্যানার্জি, কান্তি গাঙ্গুলি, সুজন চক্রবর্তীকে কার্যত ওখানেই তাদের কেউ আটকে দেওয়া হয়েছিল। ওখানেই আটকে দেওয়া হয়‌ কংগ্রেসেদের। পুলিশ জানিয়েছে যেহেতু বাইরের কোন লোক সেই এলাকায় ঢোকার নির্দেশ নেই তাই জন্যই আটকে দেওয়া হয়েছে। শান্তি বজায় রাখার জন্যই তাদেরকে আটকে দেওয়া হয়েছে। বাধা প্রাপ্ত হয়ে ফিরে গেছেন তারা তবে সেখানেই থেমে যাননি। তারা আবারও আসবেন বলে সূত্রের খবর।

   

গণতান্ত্রিক মহিলা সংগঠনের অভিযোগ তাদের কোনভাবেই ঢুকতে দেওয়া হয়নি তারা শুধুমাত্র ত্রাণ নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বদলে তাদের গলা টিপে ধরা হয়েছে বলে অভিযোগ উঠছে। এ প্রসঙ্গে সায়ন ব্যানার্জি জানাচ্ছেন পুলিশ তৃণমূলের ক্ষেত্রে নিষ্ক্রিয় আর আমাদের হামলা করছে। শুধুমাত্র মহিলাদের সাথে দেখা করে তাদের জন্য কিছু জামা কাপড় ও বাচ্চাদের জামা কাপড় আমরা এনেছিলাম। সেই কিছু জামা কাপড় ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সেখানে নিরাপত্তায় থাকা পুলিশকর্মীর কথায়, শুধুমাত্র এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্যই আমরা তাদেরকে আটকে দিয়েছি। এর পিছনে আর কোন কারণ নেই। সম্পূর্ণ আইন মোতাবিক আমরা কাজ করছি। গ্রামের বাইরে কোন লোককে গ্রামের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।