ভারতীয় দলের সমর্থনে মোহনবাগানের বিদেশি তারকা

হাতে মাত্র কিছুটা সময়। তারপরেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলতে অস্ট্রেলিয়ার মুখোমুখি রোহিত শর্মার ভারতীয় ক্রিকেট দল। গত ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবারের…

Hugo Boumous

হাতে মাত্র কিছুটা সময়। তারপরেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলতে অস্ট্রেলিয়ার মুখোমুখি রোহিত শর্মার ভারতীয় ক্রিকেট দল। গত ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকে টানা দুইবার বিশ্বকাপের সেমিফাইনাল খেললেও শেষ পর্যন্ত ফাইনালের টিকিট হাতে আসেনি। যা নিয়ে প্রচন্ড হতাশ ছিল সকলেই।

তবে এবছর টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাপক ছন্দে রয়েছে মেইন ইন ব্লুজ। টানা দশটি ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে বিরাটরা। তাই অতীতের সমস্ত রেকর্ড কিংবা পরিসংখ্যান ভুলে এবার ঘুরে দাঁড়ানোর আশায় বুক বেঁধেছে আপামর ভারতবাসী। শেষ আপডেট অনুযায়ী, কিছুক্ষণ আগেই ফাইনাল ম্যাচে টসে জিতেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যার দরুণ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত উঠে এসেছে অজি ক্রিকেটারদের তরফ থেকে।

অর্থাৎ প্রথমে ব্যাট করতে নামবে রোহিত ব্রিগেড। আজ তাদের ব্যাটে ঝড়ো ইনিংস দেখার লক্ষ্যেই স্টেডিয়ামে ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ। এছাড়াও টিভির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম গুলিতেও নজর রাখবে কোটি কোটি মানুষ। সকলের এইটাই কামনা বিরাটদের ট্রফি জয়। সেই আশায় কার্যত বছরের পর বছর অপেক্ষা করে রয়েছে কোটি কোটি ভারতীয় জনতা।

এবার সেই তালিকায় ধরা দিলেন মোহনবাগান সুপারজায়ান্টস দলের হয়ে খেলা আপ ফ্রন্টের দাপুটে ফুটবলার হুগো বুমোস। আজ ভারতের জয়ের কামনা নিয়েই ম্যাচ দেখতে বসবেন বাগানের এই মরোক্কান তারকা। পূর্বে ও ভারতীয় দলের সমর্থনে একাধিক পোস্ট করতে দেখা গিয়েছিল এই তারকা ফুটবলারকে। এবার দেখা গেল সেই মনোভাব। কিছু সময় আগেই নিজের সোশ্যাল সাইটে আপলোড করেছেন এমন ছবি।

সেখানে তিনি লিখেছেন, আজ গোটা দেশের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে। আমি আশা করব, সবাই একসাথে ভারতীয় দলের জয় উৎযাপন করবে। যা রীতিমতো নজর কেড়েছে সকলের।