পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দুপুরে প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার সিক্সের লড়াইয়ে ভবানীপুর ফুটবল দলের বিপক্ষে খেলার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। তবে ভবানীপুর যে এই ম্যাচে দল নামাবে না তার আভাস মিলেছিল অনেক আগেই। সেটাই হল এবার। ঘন্টাকয়েক আগে বিশেষ বিবৃতিতে তেমনটাই জানানো হল এবার। যারফলে, অনায়াসেই আজকের ম্যাচ থেকে ওয়াক ওভার পেয়ে গেল বিনো জর্জের দল।
আসলে, আগামী ডিসেম্বর মাসের প্রথম দিক থেকেই শুরু হতে চলেছে তৃতীয় ডিভিশনের আইলিগ। কলকাতা লিগের ব্যর্থতা ভুলে এখন সেখানে ভালো পারফরম্যান্স করাই একমাত্র লক্ষ্য জবি জাস্টিনদের। সেজন্য দুই প্রধানের সঙ্গে ম্যাচ না খেলার কথা আগেই জানিয়েছিল ভবানীপুর দল। সেইমতো গত কয়েকদিন আগেই বঙ্গীয় ফুটবল সংস্থাকে চিঠি দিয়ে ঠিক এমনটাই জানায় ভবানীপুর ফুটবল ক্লাব কতৃপক্ষ। পরবর্তীতে জারি করা হয় বিশেষ প্রেস বিবৃতি।
যেখানে কলকাতা লিগ ভুলে তৃতীয় ডিভিশন আইলিগে ভালো পারফরম্যান্স করে পরবর্তীতে দলের উন্নতিকেই প্রধান হিসেবে গুরুত্ব দেওয়া। এছাড়াও সেই সময় দলের কোচ রঞ্জন চৌধুরীর তরফ থেকে জানানো হয়, কলকাতা লিগের ক্ষেত্রে আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, চ্যাম্পিয়ন দল ঘোষণা করে দেওয়ার ফলে নতুন করে দলকে মাঠে নামানোর কোনো মানে হয়না। তাই এবার তৃতীয় ডিভিশন আইলিগ খেলার দিকেই বাড়তি নজর দেওয়াই একমাত্র লক্ষ্য আমাদের ছেলেদের। তাই মোহনবাগানের পাশাপাশি ময়দানের আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে ও আমাদের তরফ থেকে খেলার কোনো আগ্ৰহ নেই।
🚨𝐂𝐅𝐋 𝐔𝐏𝐃𝐀𝐓𝐄🚨 pic.twitter.com/Bo250O6sCG
— East Bengal FC (@eastbengal_fc) November 18, 2023
তাই সবদিক মাথায় রেখেই মাঠে দল না নামানোর সিদ্ধান্ত নেয় ভবানীপুর ক্লাব। আসলে, এবারের সুপার সিক্সে একাধিক দলের ম্যাচ বাকি থাকলেও অনেক আগেই মহামেডান স্পোটিং ক্লাবকে বিজয়ী বলে ঘোষণা করে দেয় বঙ্গীয় ফুটবল ফেডারেশন। তাই এই পরিস্থিতিতে দল নামিয়ে লড়াই করার ক্ষেত্রে আগ্ৰহ হারাতে শুরু করেছে একাধিক ফুটবল ক্লাব।