প্রতিপক্ষের প্রয়াস ব্যর্থ করে দিচ্ছেন ইস্টবেঙ্গল বাতিল গোলকিপার

তেকাঠির নিচে এবার নজর কাড়ছেন ইস্টবেঙ্গল (East Bengal) বাতিল এক গোলরক্ষক। এবারের ইন্ডিয়ান সুপার লীগে রক্ষণ বেশ আঁটোসাঁটো করেছে জামশেদপুর এফসি। ডিফেন্ডারদের পাশাপাশি কম গোল…

Rehenesh TP

তেকাঠির নিচে এবার নজর কাড়ছেন ইস্টবেঙ্গল (East Bengal) বাতিল এক গোলরক্ষক। এবারের ইন্ডিয়ান সুপার লীগে রক্ষণ বেশ আঁটোসাঁটো করেছে জামশেদপুর এফসি। ডিফেন্ডারদের পাশাপাশি কম গোল হজম করার পিছনে গোলকিপারের ভূমিকা অনস্বীকার্য।

কথা হচ্ছে রেহেনেশ টিপি (Rehenesh T P) সম্পর্কে। গোলের নিচে চলতি মরসুমে নিজের প্রতিভার পরিচয় দিচ্ছেন ধারাবাহিকভাবে। রেহেনেশ টিপি অতীতে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন। লাল হলুদ জার্সি পরেও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন। কিন্তু ক্লাবে স্থায়ী হতে পারেননি। শেষ পর্যন্ত লেসলি ক্লডিয়াস সরণী লাগোয়া ক্লাব থেকে বিদায় হয় তার।

ইন্ডিয়ান সুপার লীগে ফের বিরতি চলছে। এরই ফাঁকে প্রকাশ্যে আসতে শুরু করেছে বিভিন্ন পরিসংখ্যান। কিছু পরিসংখ্যান রয়েছে বিভিন্ন দলের গোলকিপাদের নিয়ে। পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত গোলে সবথেকে বেশি ভরসা যুগিয়েছেন রেহেনেশ টিপি।

Advertisements

চলতি মরসুমে এখনও পর্যন্ত সবথেকে বেশি সেভ করেছেন:
রেহেনেশ টিপি (জামশেদপুর এফসি): ১৯
গুরপ্রীত সিং সাঁধু (বেঙ্গালুরু এফসি): ১৮
সচিন সুরেশ (কেরালা ব্লাস্টার্স): ১৬
অমরিন্দর সিং (ওড়িশা এফসি): ১৪
কিরণ লিম্বু (পাঞ্জাব এফসি): ১২