নাওরেম মহেশ সিংয়ের প্রসঙ্গে কী বলছেন ছেত্রী?

শেষ ফুটবল মরশুমে ও একেবারে হতশ্রী পারফরম্যান্স থেকেছে ইমামি ইস্টবেঙ্গল দলের। প্রথম দিকের ম্যাচ গুলিতে কিছুটা লড়াকু মনোভাব দেখা গেলেও পরবর্তী সময়ে নাস্তানাবুদ হতে হয়েছে…

Naurem Mahesh Singh Sunil Chhetri

শেষ ফুটবল মরশুমে ও একেবারে হতশ্রী পারফরম্যান্স থেকেছে ইমামি ইস্টবেঙ্গল দলের। প্রথম দিকের ম্যাচ গুলিতে কিছুটা লড়াকু মনোভাব দেখা গেলেও পরবর্তী সময়ে নাস্তানাবুদ হতে হয়েছে গোটা দলকে। এছাড়াও রয়েছে টানা আটবার ডার্বি হারার যন্ত্রনা। মরশুমের শেষে গত দুই বছরের মতো লিগ টেবিলের তলানিতেই থাকতে হয়েছে তাদের।

যা দেখে হতাশ লাল-হলুদ সমর্থকরা। তবে দলের পারফরম্যান্স খারাপ হলেও দেশীয় ফুটবলারদের মধ্যে যথেষ্ট ঝলমলে থেকেছেন তারকা ফুটবলার নাওরেম মহেশ সিং। একটা সময় প্রথম একাদশে সুযোগ না পেলেও পরবর্তীকালে ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের অন্যতম ভরসাযোগ্য অস্ত্র হয়ে ওঠেন এই তারকা। হিরো আইএসএলের মঞ্চে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে দিয়েছেন বহুবার।

বলাবাহুল্য, স্টিফেন জামানার অবসান ঘটে বর্তমানে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে দলের দায়িত্ব আসার পরেও প্রথম একাদশে অপরিবর্তিত রয়েছে নাওরেম মহেশ সিংয়ের স্থান। এখনও পর্যন্ত কোচের অন্যতম পছন্দের ফুটবলার তিনি। বলা যায়, সবদিক বিবেচনা করেই তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেইমতো আগামী আর তিনটি মরশুমে দলে থাকবেন মহেশ সিং। এসবের মাঝেই এবার তাকে নিয়ে মুখ খুললেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী।

তিনি বলেন, নাওরেম মহেশ একজন যথেষ্ট প্রতিভাবান ফুটবলার। তিনি এমন একজন ফুটবলার যে সঠিক সময় সঠিক কাজ করতে পারে। বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্সে উঠে আসার পাশাপাশি পাসিংয়ের ক্ষেত্রে ও যথেষ্ট নিখুঁত। বলতে গেলে, মাত্র কয়েক মাস হয়েছে ও জাতীয় দলে এসেছে। এছাড়াও মহেশ যথেষ্ট পরিশ্রম করে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক সময় জ্বলে উঠতে পারে।