বয়স বাড়ছে প্রীতম কোটালের (Pritam Kotal)। প্রথম একাদশে নিশ্চিত জায়গা পাওয়ার নিশ্চয়তা নেই। এরপরেই সবুজ মেরুন তাঁবু থেকে তার প্রস্থান, দল বদলের বাজারে শোনা গিয়েছিল এমনটা। মোহন তরী থেকে বিদায় নেওয়া সেই প্রীতম নিজের জাত চেনাচ্ছেন এবারের ইন্ডিয়ান সুপার লীগে।
আর্থিক সমস্যার মধ্যেও এবার দল গড়েছে কেরালা ব্লাস্টার্স টিম ম্যানেজমেন্ট। এখন তারা রয়েছে আইএসএল ক্রম তালিকার প্রথম দিকে। রক্ষণভাগে নেতৃত্ব দিচ্ছেন প্রীতম কোটাল। সম্প্রতি চলতি ইন্ডিয়ান সুপার লীগ প্রসঙ্গে কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। সেখানে প্রীতমের স্ট্যাট চোখে পড়ার মতো।
ডিফেন্সে ইন্টারেসপসন খুব জরুরি। অভিজ্ঞতার সঙ্গে গতি এক্ষেত্রে কাজে লাগে। প্রীতমের দুটোই রয়েছে। বয়স বাড়লেও শৃঙ্খলের মাধ্যমে নিজের ফিটনেস তিনি ধরে রেখেছেন। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে খেলার অভিজ্ঞতা। এই দুয়ের মিশেলে কেরালা ব্লাস্টার্স রক্ষণে নির্ভরতা যোগাচ্ছেন তিনি।
𝗧𝗛𝗘 𝗜𝗡𝗧𝗘𝗥𝗖𝗘𝗣𝗧𝗢𝗥𝗦! 💪🏻📊#ISL #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 | @JioCinema @Sports18 pic.twitter.com/TZWLqYmx9j
— Indian Super League (@IndSuperLeague) November 10, 2023
পরিসংখ্যান অনুযায়ী চলতি ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত সবথেকে বেশি ইন্টারেসপসন করেছেন প্রীতম কোটাল। মোট ১৬ ভার প্রতিপক্ষের আক্রমণে বাধ সেধেছেন। টুর্নামেন্টে অনেক নামীদামী বিদেশি ফুটবলার খেলছেন। তাদের মধ্যেও নিজের জায়গা ধরে রেখেছেন হিন্দ মোটরের এই ফুটবলার।