Dipendu Biswas: মহামেডানের জয় প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য দীপেন্দুর

আজ, শুক্রবার বিকেলে দেশের দ্বিতীয় ডিভিশন লিগ তথা আইলিগে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে সুদেবা দিল্লী এফসির মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। নির্ধারিত সময়ের…

Dipendu Biswas

আজ, শুক্রবার বিকেলে দেশের দ্বিতীয় ডিভিশন লিগ তথা আইলিগে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে সুদেবা দিল্লী এফসির মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। নির্ধারিত সময়ের শেষে সেই ম্যাচে ও জয় তুলে নিয়েছে চেরনিশভ ব্রিগেড। সম্পূর্ণ সময়ের শেষে খেলার ফলাফল থেকেছে ২-১ গোল। যা দেখে খুশি সকলেই।

আজকের এই জয়ের ফলে অনায়াসেই আইলিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল সাদা-কালো ব্রিগেড। প্রথমদিকে গোল করে বসেন গুরতেজ। যারফলে এগিয়ে যায় মহামেডান। পরবর্তীতে দলের হয়ে দ্বিতীয় গোল করেন সাদা-কালো শিবিরের অন্যতম ভরসা যোগ্য তারকা রামসাঙ্গা। অন্যদিকে, সুদেবা দিল্লীর হয়ে গোল করেন বেলি। এই জয় পরবর্তীতে দলের খেতাব জয়ের ক্ষেত্রে যে বাড়তি উৎসাহ জোগাবে তা বুঝতে পারছেন সকলেই।

এই নিয়েই এবার মুখ খুললেন মহামেডান দলের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। তিনি বলেন, আজকের এই উত্তেজনা পূর্ন ম্যাচেও দলের কোচ যেভাবে ঠান্ডা মাথায় নিজের দায়িত্ব পালন করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে গোটা ম্যাচে দুটো লাল কার্ড হওয়ার পর তার সিদ্ধান্ত যথেষ্ট প্রশংসনীয়।

বিশেষ করে কাসিমভ ও অ্যালেক্সিসের মতো দুই ফুটবলার মাঠ ছাড়ার পর দলের মধ্যে যে পরপর তিনটি বদল করেছেন। সেখানে তন্ময় থেকে শুরু করে জেসিমের মতো ফুটবলারদের দলে আনা যথেষ্ট ইতিবাচক থেকেছে। পাশাপাশি পদমের তরফ থেকে যে অনবদ্য পারফরম্যান্স মিলেছে তাতে দলের যথেষ্ট সাফল্য এসেছে। এক কথায় বলতে গেলে টিম মহামেডান স্পোর্টিংয়ের জয় এসেছে।

উল্লেখ্য, এবারের মরশুমের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে রেড রোডের এই ক্লাব। সকলকে পিছনে ফেলে এই নিয়ে টানা তিনবার সিএফএল জয় করেছে ময়দানের এই তৃতীয় প্রধান। এবার বহু অপেক্ষার অবসান ঘটিয়ে আইলিগ জয় করাই একমাত্র লক্ষ্য ব্ল্যাক প্যান্থার্সদের।