বারাণসী থেকে প্রথম কোনো ফুটবল ক্লাব হিসেবে এবার আইলিগ অভিযান শুরু করবে ইন্টারকাশি ফুটবল ক্লাব (Inter kashi FC)। দেশের কিছু ফুটবলপ্রেমী মানুষের পাশাপাশি একাধিক বিদেশি ক্লাবের ছত্রছায়ায় গড়ে উঠেছে এই নয়া ফুটবল ক্লাব। এবারের এই প্রথম বছরে নিজেদের অন্যতম শক্তিশালী দল তৈরি করে প্রতিপক্ষ ক্লাব গুলিকে বড়সড় চ্যালেঞ্জ ছূড়ে দেওয়ার পাশাপাশি ট্রফি জয়ের কাছাকাছি আসাই একমাত্র লক্ষ্য তাদের।
সেইমর্মে একের পর এক দেশি ও বিদেশি ফুটবলার নির্বাচন করে তাদের ক্লাব ম্যানেজমেন্ট। যেখানে ইন্ডিয়ান সুপার লিগের একের পর এক দাপুটে ফুটবলারদের পাশাপাশি নতুন মুখকে ও সুযোগ দেওয়া হয়েছে প্রবলভাবে। যেখানে ইস্টবেঙ্গল দলের প্রাক্তন ফুটবলার সুমিত পাসি থেকে শুরু করে অরিন্দম ভট্টাচার্যের মতো ফুটবলার সহ দাপুটে ব্রিটিশ তারকা পিটার হার্টলিকে ও আনা হয় এই ক্লাবে।
কিছু সময় পরে আইলিগের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করতে থাকে এই ক্লাব। কিছুদিন আগেই তাদের মধ্যে ঘোষণা করা হয়েছে পিটার হার্টলি থেকে শুরু করে স্প্যানিশ তারকা জুলেন পেরেজের নাম। গত পড়শু সেই তালিকায় যুক্ত হলেন বছর পঁচিশের এক ভারতীয় লেফট ব্যাক। জন ম্যানুয়েল পেরেইরা। এছাড়াও একের পর তারকার নাম যুক্ত করা হয়েছে সময়ের সাথে সাথে। যাদের মধ্যে রয়েছেন বিকাশ সিং, তারকা ফুটবলার জর্ডন ল্যামেলা, অ্যাঞ্জেলো সিংয়ের মতো ফুটবলাররা। পাশাপাশি রয়েছেন সন্দীপ মান্ডি ও তেজস কৃষ্ণার মতো ভারতীয় তারকা। চলতি মরশুমে দলের রক্ষনভাগের দায়িত্ব থাকছে তাদের হাতে।
এসবের মাঝেই এবার নিজেদের অ্যাওয়ে কিট প্রকাশ করল ইন্টারকাশি। ঘন্টা কয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই সম্পর্কিত পোস্ট আপলোড করা হয় তাদের তরফে। যেখানে নতুন কিট কিংবা অ্যাওয়ে কিট পড়ে থাকতে দেখা যায় এই মরশুমের অধিনায়কদের। যাদের মধ্যে মধ্যমনি হিসেবে ছিলেন ব্রিটিশ তারকা পিটার হার্টলি। এছাড়াও দেখা গিয়েছে অরিন্দম ভট্টাচার্যকে। উল্লেখ্য, একেবারে নীল রঙের পাশাপাশি কালো রঙের ডোরাকাটা ছাপ দেখা গিয়েছে তাদের জার্সিতে। সেইসাথে রয়েছে নীল প্যান্ট। এবার এই জার্সি পড়েই বাইরে মাঠে খেলতে নামবে বারাণসীর এই ফুটবল দল।