চলতি এ এফ সি কাপে (AFC Cup) প্রথম জয় পেল ওড়িশা এফসি (Odisha FC)। দশমীর সন্ধ্যায় মালদ্বীপের ক্লাবকে ৬ গোল দিয়েছে ভারতের এই ক্লাব। মালদ্বীপের অন্যতম সেরা দলের বিরুদ্ধে গোটা ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল ওড়িশা এফসি।
ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম জনপ্রিয় কোচ সর্জিও লোবেরার হাত ধরে এবার ঘুরে দাঁড়াতে মরীয়া ওড়িশা এফসি। কোচের পছন্দ করা ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। দলে একাধিক তারকা ও অভিজ্ঞ ফুটবলার থাকলেও প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাচ্ছিল না ক্লাব।
এশিয়ান প্রতিযোগিতায় এর আগে মোহন বাগান সুপার জায়ান্ট ও বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পরাজিত হয়েছিল ওড়িশা। আজকের ম্যাচে জয় পাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না তাদের কাছে। মেজিয়া মালদ্বীপের অন্যতম সেরা ক্লাব হলেও খাতায় কলমে ভারতের অনেক ক্লাবের থেকে তারা পিছিয়ে। তবুও ভালো ম্যাচ দেখার আশা করেছিলেন ফুটবল প্রেমীরা। ওড়িশা এফসির পক্ষে খেলার ফলাফল ৬-১।
A special special night at our home ✨🏟
First win in our debut #AFCCup campaign. We keep believing 🥹💜#odishAFC #AmaTeamAmaGame #KalingaWarriors | #OFCInAsia #AFCCup #ODIvMAZ pic.twitter.com/bktCShZKnM
— Odisha FC (@OdishaFC) October 24, 2023
বিরতির আগেই ১-৩ গোল পিছিয়ে পড়েছিল মেজিয়া। খেলার শুরুটা হয়েছিল বেশ উত্তেজনার সঙ্গে। কিক অফ হতে পারে হতেই ওড়িশা এফসির গোল। মিনিট দশেকের মধ্যে শোধ হয়ে যায় সেই গোল। মেজিয়া ১৩ মিনিটে স্কোরলাইন ১-১ করার পর ১৫ ও ১৯ মিনিটে আরও দুটি গোল করে ওড়িশা এফসি। বিরতির পর আরও তিনটি গোল করে ওড়িশা এফসি।