Exciting News: কোথায় দেখতে পাবেন I-League? জানুন

অক্টোবর মাসের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে আই লিগ (I-League Football Tournament) ফুটবল টুর্নামেন্ট। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান ইউনাইটেড ও রিয়াল…

Asian Cup football

অক্টোবর মাসের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে আই লিগ (I-League Football Tournament) ফুটবল টুর্নামেন্ট। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান ইউনাইটেড ও রিয়াল কাশ্মীর। তারপর আগামী ২৯ অক্টোবর আইজল এফসির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব।

যেটি সন্ধ্যা ৭টার সময় আয়োজিত হবে নৈহাটি স্টেডিয়ামে। তারপর সাময়িক বিশ্রাম নিয়ে নভেম্বরের প্রথমদিকে শিলং লাজং এফসির বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ খেলবে সাদা-কালো ব্রিগেড। কিছুদিন পর তাদের খেলতে হবে ট্রাই এফসির বিপক্ষে।

এখন প্রথম ম্যাচের দিকেই নজর শহরের ফুটবল প্রেমীদের। এসবের মাঝেই গত কয়েকদিন আগে মুক্তি পেয়েছে আইলিগের নয়া লোগো। আগে আইলিগ লেখার উপর একটা ফুটবল থাকলেও এবার থাকছে সম্পূর্ণ ট্রফি। অর্থাৎ ট্রফির আদলে সাজানো হয়েছে গোটা লোগো। নিচে লেখা হয়েছে আইলিগ।

কিন্তু সম্প্রচার মাধ্যম নিয়েছিল ধোঁয়াশা। অবশেষে সেই নিয়ে উঠে আসল নয়া তথ্য। যতদূর জানা গিয়েছে আসন্ন আইলিগ মরশুম সম্পূর্ণ রূপে সম্প্রচারিত হবে ইউরো স্পোর্টস চ্যানেলে। যেখানে প্রথম ম্যাচ রাজস্থান বনাম রিয়াল কাশ্মীর থেকে শুরু করে একেবারে শেষ ম্যাচ পর্যন্ত দেখা যাবে কোনো সমস্যা ছাড়াই।