Saudi Arabia: গহনায় কোরানের বাণী নিষিদ্ধ করল সৌদি আরব, অলঙ্কার শিল্পে বিপুল ধাক্কা

মানুষের সাজসজ্জার অন্যতম মাধ্যম হলো অলংকার, যা মানুষের দৈহিক সৌন্দর্য্য বৃদ্ধি করে। পৃথিবীর প্রায় সব জাতি অলংকার ব্যবহার করে। তবে প্রায় সময় সোনা বা ধাতুর…

short-samachar

মানুষের সাজসজ্জার অন্যতম মাধ্যম হলো অলংকার, যা মানুষের দৈহিক সৌন্দর্য্য বৃদ্ধি করে। পৃথিবীর প্রায় সব জাতি অলংকার ব্যবহার করে। তবে প্রায় সময় সোনা বা ধাতুর অলংকারে কোরানের আয়াত খোদাই করতে দেখা যায়। এবার সেটা নিয়ে বড় সিদ্ধান্ত নিল সৌদি আরব।

   

ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরানের অবমাননা রুখতে আরও কঠোর হল সৌদি আরব। সোনা বা যেকোনো ধাতুর অলংকারে পবিত্র কোরানের আয়াত লেখা নিষিদ্ধ করা হয়েছে সে দেশে।সৌদি আরবের বাণিজ্য মন্ত্রক গয়নার ওপর কোরানের আয়াত লেখার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শায়েখ একটি বিবৃতিতে জানান, এই ধরনের গহনা তাজিব হিসবে ব্যবহার করার আশঙ্কা রয়েছে; যা ইসলামে নিষিদ্ধ।তিনি আরও বলেন,সোনার আইটেমগুলিতে এই জাতীয় খোদাই কোরানের আয়াতগুলির পবিত্রতাকে অবমূল্যায়ন করে এবং পরিধানকারীরা টয়লেটে প্রবেশ করলে তা কোরানকে অবমাননা সমান।

ফেডারেশন অব দ্য সৌদি চেম্বার অব কমার্সকে লেখা এক চিঠিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ইসলামের জন্মস্থান সৌদি আরব এবং ইসলামের দুটি পবিত্র তীর্থস্থান মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার নবী মসজিদ সৌদিতে অবস্থিত।বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলমান ওমরাহ করতে যান। মক্কায় হজ পালন করা হয়।করোনা মহামারীর বিধি নিষেধ উঠেছে। চলতি মরসুমে প্রায় এক কোটি মুসলমান ওমরাহ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।