দুর্গাপুজোয় বাড়ি ফেরা নিয়ে চিন্তা নয় ! স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

পুজো মনেই কোলকাতার রাস্তা জনসমুদ্র।ঠাকুর দেখতে বেরিয়ে সাধারণ মানুষকে যাতে সমস্যায় না পড়তে হয় তাই বিরাট সিদ্ধান্ত নিল পূর্ব রেল। দুর্গাপুজোর দিনগুলো এবং লক্ষ্মী পূজোতে…

rail

পুজো মনেই কোলকাতার রাস্তা জনসমুদ্র।ঠাকুর দেখতে বেরিয়ে সাধারণ মানুষকে যাতে সমস্যায় না পড়তে হয় তাই বিরাট সিদ্ধান্ত নিল পূর্ব রেল। দুর্গাপুজোর দিনগুলো এবং লক্ষ্মী পূজোতে চলবে বিশেষ ট্রেন। শারদ উৎসবের এই উল্লেখিত দিন গুলিতে অতিরিক্ত ৮ জোড়া স্পেশাল ট্রেন চালাবে বলে মঙ্গলবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। শিয়ালদার শাখায় এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে। এই স্পেশাল ট্রেনগুলো যাত্রাপথের প্রতিটি স্টেশনে দাঁড়াবে বলেই জানানো হয়েছে।

Advertisements

১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪ অক্টোবর (পঞ্চমী, ষষ্ঠী,সপ্তমী, অষ্টমী , নবমী, দশমী ) রাতে এই বিশেষ ট্রেন পরিষেবা দেওয়া হবে বলে পূর্ব রেল সূত্রের খবর।

   

ট্রেন গুলির মধ্যে
এক জোড়া শিয়ালদহ – রানাঘাট লোকাল,
দুই জোড়া শিয়ালদহ – কল্যাণী লোকাল,
এক জোড়া শিয়ালদা – বনগাঁও লোকাল,
এক জোড়া শিয়ালদহ – ডানকুনি লোকাল ,
তিন জোড়া শিয়ালদহ – বারুইপুর লোকাল ,
এক জোড়া শিয়ালদহ – বজবজ লোকাল।

Advertisements

সমস্ত শহরতলির ট্রেন পরিষেবাগুলি আগামী ২১ (সপ্তমী), ২২ (অষ্টমী), ২৩ (নবমী), ২৪ (দশমী) এবং ২৮ অক্টোবর (লক্ষ্মীপূজা) দুপুর দুটো পর্যন্ত রবিবারের সময়সূচী অনুসারে চলবে ৷ দুপুর দুটোর পর থেকে ট্রেন গুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনে দাঁড়াবে। এছাড়া একটি প্যাসেঞ্জার স্পেশাল ওই দিন গুলিতে শিয়ালদা থেকে বিকেল ৫ টা ৩৫ মিনিটে ছাড়বে বলে পূর্বরেল সূত্রের খবর।