কলকাতা শহরে এক পশলা বৃষ্টি, দুর্গাপুজোয় আবহাওয়া কেমন ?

আজ তৃতীয়া এরমধ্যেই শহর কলকাতায় ঠাকুর দেখতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। এর আগে আবহাওয়া পরিষ্কার থাকার আশ্বাস পাওয়া গেলেও আজ এক পশলা বৃষ্টির দেখা মিলেছে এই…

কলকাতা শহরে এক পশলা বৃষ্টি, দুর্গাপুজোয় আবহাওয়া কেমন ?

আজ তৃতীয়া এরমধ্যেই শহর কলকাতায় ঠাকুর দেখতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। এর আগে আবহাওয়া পরিষ্কার থাকার আশ্বাস পাওয়া গেলেও আজ এক পশলা বৃষ্টির দেখা মিলেছে এই তিলত্তমার বুকে। তবে তা একদমই সামান্য। এই বৃষ্টির পরেই অনেকের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি গোটা দুর্গাপূজোতেই আকাশ ভেঙে নেমে আসবে বৃষ্টি?

Advertisements

এ বিষয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন, একদমই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এটা স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ এর সঙ্গে সিস্টেমের কোনও সম্পর্ক নেই। অর্থাৎ নিম্নচাপ ঘূর্ণাবর্ত যেগুলো হলে অনেক বৃষ্টির দেখা মেলে।

   

শরৎকালে এমনিতেও মাঝেমধ্যেই মেঘ বৃষ্টির খেলা চলে। এক্ষেত্রেও সেই একই দৃশ্য নজরে এসেছে। তবে এক পশলা বৃষ্টি একদিক থেকে ভালো কারণ এর ফলে তাপমাত্রার পারদ একটু হলেও কমবে। এমনিতেও পূর্বাভাস রয়েছে যে রাতে তাপমাত্রা কমবে তার মধ্যে বৃষ্টি তারও কমিয়ে দিল গরম।

Advertisements

তবে কোনও চিন্তার কারণ নেই কারণ এবছরের পূজো খুব মনোরম আবহাওয়ার সঙ্গেই কাটবে। আবহাওয়া দফতর এটাও জানিয়েছে যে, পঞ্চমী থেকে শুরু করে দশমীর মধ্যে কোনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদমই নেই। কোনও সতর্কতাও নেই।