গতবারের মতো এবারও নিজেদের সেই দাপুটে পারফরম্যান্স ধরে রাখার পাশাপাশি এএফসি কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য নিয়ে দল গঠনে নেমেছিল মোহনবাগান। সেইমতো, অজি তারকা তথা এবারের বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে দেশীয় ফুটবলারদের মধ্যে অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ সহ আনোয়ার আলির মতো ফুটবলারদের দলে টেনেছে কলকাতার এই প্রধান।
তবে সেখানেই শেষ নয়। উয়েফা ইউরো কাপের অন্যতম এক তারকা ফুটবলার তথা আলবেনিয়ান ফুটবল দলের অন্যতম সদস্য হিসেবে বিবেচিত হয়ে আসা তারকা আর্মান্দো সাদিকুকে (Armando Sadiku ও চূড়ান্ত করেছিল বাগান ব্রিগেড। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে। তবে এবার যেন তাল কাঁটল দলের মধ্যে।
শোনা যাচ্ছে, এবার নাকি এই আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুকে রিলিজ করতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। উল্লেখ্য, এবারের ডুরান্ড কাপ থেকে শুরু করে এখনো পর্যন্ত এএফসি কাপের ম্যাচ হোক কিংবা আইএসএল ম্যাচ, খুব একটা দাগ কাঁটতে সক্ষম হননি সাদিকু। তাই আসন্ন উইন্টার উইন্ডোতে তাকে কনসিডার করে দলের পুরোনো তারকা জনি কাউকোকে ফেরাতে চাইছে বাগান শিবির।
তবে এখনো পর্যন্ত সেই নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও, মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই তাতে শিলমোহর আসবে। বলাবাহুল্য, এবারের মরশুমে মোট দুইজন বিদেশি স্ট্রাইকার দলে টেনেছে মোহনবাগান। যার মধ্যে রয়েছেন জেসন কামিন্স ও সাদিকু। বর্তমানে দিমিত্রি পেট্রতোসের সঙ্গে জুটি বেঁধে কামিন্স গোল করলেও উপেক্ষিত থাকতে হচ্ছে সাদিকুকে। যা নিয়ে খুব একটা খুশি নন বাগান সমর্থকরা।
একটা সময় এই দাপুটে ফুটবলারকে দলে টানতে মোহনবাগানের পাশাপাশি মানালো মার্কুইসের এফসি গোয়া ও ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স আসরে থাকলেও শেষ পর্যন্ত সফল হয়েছিল কলকাতার এই প্রধান। এবার তাকে নিয়েই চরম অস্বস্তি দলের অন্দরে।