Howrah: তৃণমূল গোষ্ঠি সংঘর্ষে হাওড়ায় ব্যাপক ধরপাকড়, নামল ব়্যাফ

হাওড়ার নিশ্চিন্দায় দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ। সেই সংঘর্ষ থামাতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। চারজন আহত হয়েছে এই ঘটনায়। থমথমে সাহেব…

Howrah: তৃণমূল গোষ্ঠি সংঘর্ষে হাওড়ায় ব্যাপক ধরপাকড়, নামল ব়্যাফ

হাওড়ার নিশ্চিন্দায় দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ। সেই সংঘর্ষ থামাতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। চারজন আহত হয়েছে এই ঘটনায়। থমথমে সাহেব বাগান ও কালীতলা এলাকা।

Advertisements

গতকাল রাত থেকেই সংঘর্ষ হয় নিশ্চিন্দা থানা এলাকায়‌। ষষ্ঠী গায়েন ও আশীষ গায়েন, তারা দুজনে তৃণমূল কর্মী। এই ঘটনায় রাজনৈতিক কোনো ব্যাপার আছে বলে কেউ স্বীকার করছে না। জানা যাচ্ছে ব্যবসা সংক্রান্ত বিবাদ নিয়ে। কোনো বৈঠকে ঘটনার সূত্রপাত। বচসা শুরু হয়, ভাঙচুর চালানো হয়। একটি বাড়িতেও ভাঙচুর করা হয়। থামাতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। পুলিশবাহিনী ও রাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisements
   

হাওড়ার ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ ঘটনাস্থলে আসেন। তিনি জানান তাদের কর্মীদের ওপরই আক্রমণ চালানো হয়। তিনি বলেছেন যারা আক্রমণ চালিয়েছেন তারা বিজেপির লোক। ‌বিজেপির যোগ রয়েছে, মদত রয়েছে বলে‌ তিনি দাবি করেন। বিজেপির তরফে ঘটনাটি অস্বীকার করা হয়েছে। ‌যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই পুলিশ মোতায়েন করা রয়েছে।