রাজ্য সরগরম। সিবিআই ঠিক কী করতে চলেছে তা স্পষ্ট নয়। পরপর মন্ত্রী ও প্রাক্তন মন্ত্রী, তৃণমূল ঘনিষ্ঠ ও নেতাদের তালিকা নিয়ে চলছে অভিযান। পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি তল্লাশির পাশাপাশি প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের বিধায়ক মদন মিত্রের বাড়িতেও ঢুকল সিবিআই। এ নিয়ে আরও সরগরম রাজ্য।
ভবানীপুরে মদন মিত্রের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। উত্তর ২৪ পরগনার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের কলকাতার বাড়িতে সিবিআই তল্লাশি চলছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মদনের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সেখানে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুর নিয়োগকাণ্ডের তদন্তে রবিবার সকালে ফিরহাদ, মদন ছাড়াও রাজ্যের বহু পুরসভার পুরপ্রধানের বাড়িতেও সিবিআইয়ের কযেকটি দল হানা দিয়েছে বলে জানা গেছে।
রবিবার সকালেই সিবিআইয়ের একটি দল চেতলায় ফিরহাদের বাড়িতে পৌঁছয়। বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালাচ্ছে তারা। বাইরে দাঁড়িয়ে বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানেরা। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফিরহাদের বাড়ির সামনে জমায়েত করেছেন তার অনুগামীরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অনেকে। উঠছে কেন্দ্রীয় সরকার-বিরোধী স্লোগান।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মদনের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সেখানে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুর নিয়োগকাণ্ডের তদন্তে রবিবার সকালে ফিরহাদ, মদন ছাড়াও রাজ্যের বহু পুরসভার পুরপ্রধানের বাড়িতেও সিবিআইয়ের কযেকটি দল হানা দিয়েছে বলে জানা গেছে।
রবিবার সকালেই সিবিআইয়ের একটি দল চেতলায় ফিরহাদের বাড়িতে পৌঁছয়। বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালাচ্ছে তারা। বাইরে দাঁড়িয়ে বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানেরা। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফিরহাদের বাড়ির সামনে জমায়েত করেছেন তার অনুগামীরা।