হাতে আর মাত্র আধঘণ্টা। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগে (ISL)নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল দল। প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেঙ্গালুরু এফসি। বর্তমানে দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৫ নম্বরে রয়েছে কলকাতার এই প্রধান। তাই আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে একটা বড় লাফ দেওয়ার লক্ষ্য থাকবে তাদের। অন্যদিকে নিজেদের ঘরের মাঠে নিজেদের প্রথম জয় তুলে নিতে চাইবে সাইমনের দল। তবে নিজেদের সেরাটা দেওয়াই একমাত্র লক্ষ্য থাকবে লাল-হলুদ ফুটবলারদের। সেক্ষেত্রে দলের প্রথম একাদশে কিছুটা বদল এনেছেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত।
উল্লেখ্য, এবার দলে ফিরেছেন দেশের তরুণ তারকা লালচুংনুঙ্গা। গত কয়েকদিন আগে এশিয়ান গেমস থেকে ফিরে দলের সাথে অনুশীলন করছিলেন তিনি। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচে যে তিনি থাকছেন তা বোঝা গিয়েছিল অনেক আগেই। সেইমতো আজ দলের স্প্যানিশ ডিফেন্ডার আন্তোনিও পার্দো লুকাসের সঙ্গে জুটি বাঁধছেন লালচুংনুঙ্গা। পাশাপাশি কিছুটা ডিফেন্সিভ ওয়েতে খেলছেন হারমনজোত সিং খাবরা। তাই সমস্ত দিক বিবেচনা করেই আজ রিজার্ভ রাখা হয়েছে শৌভিক চক্রবর্তীকে। তবে গত ম্যাচের মতো আজও অধিনায়ক হিসেবে দলের ফরোয়ার্ড লাইন সামাল দিচ্ছেন ক্লেটন সিলভা।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের একাদশ। আগের মতোই আজ দলের তিন কাঠি সামাল দিচ্ছেন প্রভসুখন গিল। পাশাপাশি সাইড ব্যাকে থাকছেন নিশু কুমার ও মন্দার রাও দেশাই। সেন্টার ব্যাকে অ্যান্তোনিও পার্দোর সঙ্গে থাকছেন নুঙ্গা। সেইসাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকছেন বোরহা হেরেরা। ও দুই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকছেন সাউল ক্রেসপো ও খাবরা।
The boys will look to continue the winning momentum at the Kanteerava tonight!
Here goes our lineup for #BFCEBFC, powered by @batery_scores.
#JoyEastBengal #EastBengalFC #ISL10 #ISL #LetsFootball pic.twitter.com/iHZZDZuwYj
— East Bengal FC (@eastbengal_fc) October 4, 2023
এছাড়াও আগের মতোই দুই উইং সামাল দিচ্ছেন নন্দকুমার শেখর ও নাওরেম মহেশ সিং ও ফরোয়ার্ডে থাকছেন ক্লেটন। উল্লেখ্য, হিজাজি মাহেরকে আপাতত রিজার্ভ বেঞ্চে রাখা হলেও পরিস্থিতি অনুযায়ী তাকে মাঠে নামাতে পারেন লাল-হলুদ কোচ।