লিখবে না! তুমি লেখো। লেখো তুমি…
আমার কলম বন্ধ্যা হলে আগের মতো
তোমার কী খুব কষ্ট হবে?
হাতের মুঠো আলগা করে
কোথায় যেতে চাইছ বল
ছেড়ে যাচ্ছে কতো কতো বন্ধু…
ঝুল-বারান্দায় দাঁড়িয়ে এখন
আকাশ দেখছি উদাস চোখে
পথ চলতি মানুষগুলো
ছুটছে কেবল এদিক ওদিক–
হঠাৎ আকাশ কালো করে
চমকে দিচ্ছে সন্ধে বেলা
এমন সময় থাকতো যদি
আমার কাঁধে তোমার হাত
আমার কলম বন্ধ্যা হলে
ভেবেছিলাম খুশি হবে
সে যে কেবল আমার মনের ভুল
এই কথা তার আজ জেনেছি যখন
জন্মদিনের ঝগড়াঝাটি এক নিমেষে…
এই তো বলছি আমি
তুমি লেখো চরণদাস লেখো তুমি…
Advertisements
Advertisements