সোমবার রাতের বিমানে আমেরিকা যাওয়ার কথা ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। তার আগেই শেষ মুহূর্তে আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল। সোমবার বিকেলে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানাল হল সফর বাতিলের কথা। এক সপ্তাহের জন্য় আমেরিকা যাওয়ার কথা ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। যোগ দিতেন আন্তর্জাতিক সাহিত্য-সংস্কৃতি উৎসবে। ২৯ সেপ্টেম্বর থেকে ওয়াশিংটনে ওই সংস্কৃতি উৎসব শুরু হওয়ার কথা।
রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুনের নেতৃত্বাধীন কমিটি আমন্ত্রণ জানিয়েছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। জানা যাচ্ছে তিনি নিজেই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াশিংটনে ওই সংস্কৃতি উৎসবে ভারতের সংস্কৃতির প্রাণকেন্দ্র কলকাতার প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যপাল বোস।
সংশ্লিষ্ট আয়োজক কমিটি এই সফরের সব খরচ দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু রাজ্যপাল তা নিতে অস্বীকার করেন। তাই এই সফরে যেতে হলে খরচ হত রাজ্যের কোষাগার থেকে। রাজ্যপাল মনে করেছেন রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং ডেঙ্গু উদ্বেগ নিয়ে রাজ্য ছেড়ে রাজ্যপাল যেতে চাননি। এমনটাই উল্লেখ রয়েছে রাজভবনে দেওয়া বিবৃতিতে।